ট্রাম্পের সাথে বৈঠকের আগেই ‘খারাপ’ খবর পেলেন মোদি!
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692105_125.jpg)
দু’দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই সফরের ওপরে আশঙ্কার কালো মেঘ তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। মোদির সাথে সাক্ষাতের আগেই সম্ভবত ‘পাল্টা শুল্ক’ নীতি ঘোষণা করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
অর্থাৎ যে দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপরে চড়া হারে শুল্ক ধার্য করে থাকে, তাদের থেকে রফতানিকৃত সামগ্রীর ওপরে পাল্টা চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্ত ঘোষণা করবেন। যে সিদ্ধান্তের প্রভাব ভারতের ওপরে প্রবলভাবে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর মোদি যখন যুক্তরাষ্ট্রে আছেন, সেইসময় ওই প্রতিশোধমূলক শুল্ক চাপানোর ঘোষণার মধ্যে বিশেষ তাৎপর্য আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এমনিতে মোদির মার্কিন সফরের যা সূচি, তাতে বৃহস্পতিবার সকালে (ওয়াশিংটনে স্থানীয় সময় অনুযায়ী) ট্রাম্পের ক্যাবিনেটের সদস্যদের সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। আর তারপর সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠক করবেন মোদি। তার আগে বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ‘আমি আজই (পাল্টা চড়া হারে শুল্ক চাপানোর বিষয়টি) ঘোষণা করতে পারি বা আগামীকাল সকালে করতে পারি। কিন্তু (যে দেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপরে চড়া হারে শুল্ক চাপায়, তাদের ওপরে পাল্টা) চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্তে স্বাক্ষর করব।’
ট্রাম্পের মন্তব্যের মধ্যেই বুধবার ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট কেন পালটা শুল্ক চাপাতে চান, তার নেপথ্যে একেবারে সহজ যুক্তি আছে। তার কথায়, ‘এটা একটা চিরন্তন নিয়ম। যা আমরা স্কুলে শিখেছি। অন্যের সাথে সেরকমভাবেই আচরণ করুন, যেভাবে আপনার সাথেও ব্যবহার করা হবে আপনি নিজে আশা করেন। আর তাই প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে এই নীতির কারণে যুক্তরাষ্ট্রের কর্মীরা লাভবান হবেন এবং জাতীয় সুরক্ষা বৃদ্ধি পাবে।’
এই আবহে নয়াদিল্লির একাংশ আশাবাদী যে মোদি ও ট্রাম্পের মুখোমুখি আলোচনার মাধ্যমে অনেক মতপার্থক্য কেটে যাবে। বৃহত্তর ক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে দিশা দেখাবেন মোদি ও ট্রাম্প।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা