০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় ১৮ সেনা নিহত

পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় ১৮ সেনা নিহত - ছবি - সংগৃহীত

পাকিস্তানের কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, রাতভর বিদ্রোহীদের হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ১৮ জন সৈন্য নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে এই হামলা ছিল নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে মারাত্মক।

এছাড়াও বন্দুকযুদ্ধে অন্তত ১১ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে সামরিক বাহিনী জানিয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাতে কালাত জেলায় সন্ত্রাসীরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে এ হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে এর জবাব দিয়েছে এবং একে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় অন্তত ১১ জন বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়াও তাদের গোপন আস্তানা ধ্বংস হওয়ার পর থেকে বেলুচিস্তানজুড়ে ধারাবাহিক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে।

সামরিক বাহিনী বলেছে, ‘এই জঘন্য ও কাপুরুষোচিত ঘটনার অপরাধী ও মদদদাতাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত এই নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।’

নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

গত দুই বছরে বেলুচিস্তান ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে উল্লেখযোগ্যহারে বিদ্রোহী হামলা বৃদ্ধি পেয়েছে। এতে হাজার হাজার পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোক নিহত হয়েছেন।

সরকারি তথ্য ও স্বাধীন গবেষণা প্রতিবেদন অনুযায়ী, শুধু ২০২৪ সালেই সারা দেশে সামরিক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিহত কর্মীর সংখ্যা প্রায় ৭০০। এক দশকের মধ্যে সরকারি বাহিনীর জন্য এটি ছিল সবচেয়ে মারাত্মক বছর।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান, হতে চান কোচ ৭ জেলায় আংশিক ও মেহেরপুরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা বিএনপির ইউক্রেনে যুদ্ধবিরতির পর নির্বাচন চায় যুক্তরাষ্ট্র সন্ধ্যায় যুক্তরাষ্ট্র রওনা হবেন মির্জা ফখরুল-আমীর খসরু জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শ্যামলীতে সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয় : উপদেষ্টা আসিফ শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যহ্রাস পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় কিশোরসহ নিহত ৫ আকাশ মেঘলা থাকতে পারে বান্দরবানের লামায় ৭ শ্রমিককে অপহরণ বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

সকল