১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

ভারতের কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

- ছবি : ডয়চে ভেলে

মহাকুম্ভমেলায় এবার পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটলো। বুধবার ভোর থেকে সেখানে শুরু হয়েছে মৌনী অমবস্যার পূণ্য স্নান। কয়েক কোটি মানুষ জড়ো হয়েছেন গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে। আর তাতেই উপচে পড়েছে ভিড়। ভেঙেছে ব্যারিকেড।

মঙ্গলবার রাত ২টা নাগাদ প্রথম পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বুধবার ভোর পর্যন্ত ঘটনাস্থলে হুড়োহুড়ি চলতে থাকে বলে জানা গেছে। বহু মানুষ পদপিষ্ট হয়েছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারীরা আছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনো জানানো হয়নি। আহতের সংখ্যাও স্পষ্টভাবে জানানো হয়নি।

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছেন বলে জানা গেছে। পরিস্থিতির খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, বুধবার সকাল থেকে মৌনী অমবস্যার শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোগী আদিত্যনাথকে ফোন করে খবর নিয়েছেন বলে জানা গেছে। সরকার এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য উত্তরপ্রদেশ সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, বুধবার ভোর থেকেই স্থানীয় উদ্ধারকারী দল আহতদের উদ্ধারের চেষ্টা করেন। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা দল। বহু মানুষকে তারা উদ্ধার করেছেন। এলাকা খালি করার জন্য পুলিশের বিশেষ বাহিনী নামানো হয়েছে। ত্রিবেণী সঙ্গমে আপাতত কাউকে যেতে দেয়া হচ্ছে না।

কিছুদিন আগেই আগুন লেগেছিল কুম্ভমেলায়। তবে ওই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। বুধবারের ঘটনায় বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুম্ভমেলার কর্মকর্তাদের বক্তব্য, গুজব থেকেই এই পদপিষ্টের ঘটনা ঘটেছে। তবে কোন গুজব থেকে এমন ঘটনা ঘটলো, তা স্পষ্ট করে জানাননি তারা।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ইয়ং-লাথামের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩২০ রান চলতি বছরেই যুদ্ধের অবসান চান জেলেনস্কি, তবে... মাতৃভাষা দিবস : স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন, ভাই হাসপাতালে : গ্রেফতার ৪ ছাত্ররাজনীতি একজন শিক্ষার্থীর প্রাপ্য গণতান্ত্রিক অধিকার : ছাত্রদল সভাপতি ইউনিসেফের সাথে ৩,৬৬,৫০০ ডলারের অনুদান চুক্তি স্বাক্ষর অভ্যুত্থানে নারীদের যৌন নির্যাতন করে নিরাপত্তা বাহিনী ও আ’লীগ সদস্যরা : জাতিসঙ্ঘ সহকর্মীর মৃত্যুতে আদমজিতে শ্রমিক বিক্ষোভ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজহারের রিভিউ আবেদনের শুনানি বৃহস্পতিবার ৯ মাসে কোরআনের হাফেজ হলেন বাঁশখালীর ফাহিম শ্রমিক ছাঁটাই ও হামলার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ

সকল





up