দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৫, ২০:০৬
দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আগামী ২৬ জানুয়ারি চীনে যাবেন বিক্রম। দু’দিনের সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। কূটনৈতিক মহলের একাংশের মতে, ভারতের পররাষ্ট্র সচিবের চীন সফর খুবই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক, অর্থনৈতিকসহ একাধিক দিক থেকে দু’দেশের সম্পর্ক মজবুতির চেষ্টায় আলোচনা হতে পারে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মাসখানেক আগেই চীন সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করেন তিনি। সীমান্তে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে এবং সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ওই আবহে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রমের চীন সফর নিয়ে কৌতূহল নানা মহলে।
সীমান্তসহ নানা বিষয় নিয়ে ভারত-চীনের বিরোধ বহু দিনের। ২০২০ সালের পর থেকে বিরোধ আরো বৃদ্ধি পায়। ২০২০ সালের এপ্রিল থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চীনা ফৌজের বিরুদ্ধে। উত্তেজনার আবহে ওই বছরের ১৫ জুন গলওয়ানে চিনা হামলায় নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় জওয়ানদের পাল্টা হামলায় বেশ কয়েক জন চীনা সেনাও নিহত হন।
গলওয়ানকাণ্ডের পর থেকেই কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্তে উত্তেজনা প্রশমনে বৈঠক শুরু হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে চুশুল-মলডো পয়েন্টে দুই সেনার কোর কম্যান্ডার স্তরের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কিছু এলাকা থেকে সেনা সরানো হয়েছিল। ২০২৩ সালের নভেম্বরে সমাপ্ত হয় সেই প্রক্রিয়া। তারপরই ডোভাল চীনে যান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা