১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

রুপির দাম হুড়মুড়িয়ে কমলেও নিশ্চুপ কেন মোদি, প্রশ্ন প্রিয়াঙ্কার

নরেন্দ্র মোদি ও প্রিয়াঙ্কা গান্ধী - সংগৃহীত

মার্কিন ডলারের নিরিখে ক্রমশ কমছে ভারতীয় মুদ্রা রুপির দাম। বস্তুত, দাম কমার ক্ষেত্রে নতুন রেকর্ডও তৈরি হয়েছে। এবার এ নিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

তার বক্তব্য, ইউপিএ জমানায় তো মুদ্রার দামে পতন নিয়ে অনেক কথা বলতেন মোদি, এখন তিনি কেন এ নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না?

গত শুক্রবার মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৮৬ দশমিক ০৪ রুপিতে দাঁড়ায়।

বিষয়টি নিয়ে শনিবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে সরব হন প্রিয়াঙ্কা। নিজের পোস্টে হিন্দিতে তিনি লেখেন, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ইতিহাসে এই প্রথম ১ মার্কিন ডলার কিনতে হলে ভারতীয় মুদ্রায় ৮৬ রুপিরও বেশি খরচ করতে হবে।

এই প্রসঙ্গে ইউপিএ জমানার কথা স্মরণ করিয়ে দেন প্রিয়াঙ্কা। মনে করিয়ে দেন, ওই সময় রুপির দাম নিয়ে কিভাবে নানা তীর্যক মন্তব্য করতেন নরেন্দ্র মোদি।

প্রিয়াঙ্কা লেখেন, মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ১ মার্কিন ডলার কিনতে ভারতীয় মুদ্রায় ৫৮-৫৯ টাকা খরচ করতে হতো। তখন নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ওই সময় মোদি বারবার ভারতীয় মুদ্রার দাম কমার বিষয়টিকে সরকারের সম্মানের সাথে জুড়ে দিতেন।

প্রিয়াঙ্কার দাবি, ওই সময় মোদী বলতেন, ‘তিনি সবকিছু জানেন এবং কোনো দেশেরই মুদ্রার দাম এভাবে পড়তে পারে না।’

আর সেই তুলনা টেনেই প্রিয়াঙ্কা লেখেন, ‘আজ সেই তিনিই (নরেন্দ্র মোদি) ভারতের প্রধানমন্ত্রী। এবং মূল্য পতনের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা সর্বকালের সর্বনিম্ন রেকর্ড ভেঙে দিয়েছে। তার দেশবাসীকে এর জবাব দেয়া উচিত।’

বিশ্লেষকরা বলছেন, ভারতীয় মুদ্রার দামে যে রেকর্ড পতন শুক্রবার হয়েছে, তার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। যেমন ভারতীয় মুদ্রার তুলনায় অনেক বেশি সমৃদ্ধ মার্কিন ডলারের প্রবল প্রতিরোধের সাথে পেরে উঠতে পারেনি ভারতীয় রুপি।

অন্যদিকে, বিদেশী বিনিয়োগ প্রচুর পরিমাণে বাইরে চলে গেছে। এর ফলেই ভারতীয় মুদ্রার দাম এতটা কমে নতুন রেকর্ড তৈরি করেছে।

বার্তাসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, বিদেশী মুদ্রা ব্যবসায়ীরা মনে করছেন, বিদেশে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং দেশের ইক্যুইটি বাজারের নেতিবাচক অবস্থানও ভারতীয় মুদ্রার ওপর প্রভাব ফেলেছে। এ কারণেই গত শুক্রবার ১ মার্কিন ডলারের দাম ভারতীয় মুদ্রায় বেড়ে হয়েছে ৮৬ দশমিক ০৪ রুপি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement