১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে লঞ্চে ধাক্কা নৌবাহিনীর স্পিড বোটের! মৃত ১৩

ভারতে লঞ্চে ধাক্কা নৌবাহিনীর স্পিড বোটের! মৃত ১৩ - ছবি : সংগৃহীত

ভারতের আরব সাগরে যাত্রীবাহী একটি লঞ্চকে নৌবাহিনীর একটি স্পিড বোট ধাক্কা দিলে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে রওনা দেয়ার পর আরব সাগরে দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চটি। যাত্রীদের নিয়ে ডুবতে শুরু করে লঞ্চটি। বুধবার বিকালে গেটওয়ে অফ ইন্ডিয়া-সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, লঞ্চ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মোট ৮৫ জন যাত্রী ছিলেন। পাঁচ জন লঞ্চের কর্মী এবং ৮০ জন যাত্রী। দুর্ঘটনায় এখন পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ১০ জন সাধারণ নাগরিক এবং তিনজন নৌবাহিনীর কর্মী।

বুধবার সন্ধ্যায় ফডণবীস জানান, বিকেল ৩টা ৫৫ মিনিটে ‘নীলকমল’ নামের একটি লঞ্চে ধাক্কা মারে নৌবাহিনীর একটি নৌকা। দুর্ঘটনার পর ১০১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব করা হয়েছে। দু’জন গুরুতর জখম হয়েছেন। তাদের নৌবাহিনীর হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং পুলিশ ১১টি নৌকা এবং চারটি হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান, আরো কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ফডণবীস জানিয়েছেন, পুলিশ এবং নৌবাহিনী উভয়েই পৃথকভাবে এই ঘটনার তদন্ত করবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
প্রধান উপদেষ্টার ‘নির্বাচনী রোডম্যাপে’ হতাশ বিএনপি খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০ বিপিএলে বরিশালের হয়ে মাঠে দেখা যাবে শাহিন আফ্রিদিকে ইংলিশ লিগ কাপে সেমিতে ওঠল লিভারপুল বেইজিংয়ের সাথে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী রুবিও টঙ্গীতে ইজতেমা মাঠ-সংলগ্ন অগ্নিকাণ্ডের দৃশ্য নয়, এটি পুরোনো ভিডিও অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক ইজতেমা ময়দান এখন সরকারের নিয়ন্ত্রণে পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর জুলাই বিপ্লবে শহীদ-আহতদের সন্তানের শিক্ষার ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী : বুলবুল বগুড়া সদরের সাবেক এমপি রিপু গ্রেফতার

সকল