১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রতি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ঘোষণা অমিত শাহের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ - ফাইল ছবি

ভারতের প্রতিটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার ভারতের পার্লামেন্টে তিনি এই ঘোষণা দেন। তিনি আরো বলেন, ক্ষমতাসীন বিজেপি সব রাজ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায়। কিন্তু কংগ্রেসের তুষ্টিকরণের জন্য সেটা সম্ভব হচ্ছে না।

পার্লামেন্টে সংবিধান নিয়ে আলোচনা প্রসঙ্গে একের পর এক ইস্যু ধরে কংগ্রেসকে তুলাধোনা করেছেন শাহ। তার দাবি, ৫৫ বছরে কংগ্রেস ৭৭ বার সংবিধান সংশোধন করছে। আর সেটা হয় দলের স্বার্থে, নয়তো তোষণের জন্য। শাহের অভিযোগ, যেদিন নেহেরু অভিন্ন দেওয়ানি বিধি চালু না করে মুসলিম পার্সোনাল ল’ এবং হিন্দু কোড বিল পেশ করলেন, সেদিন থেকেই এ দেশে তোষণের রাজনীতির সূত্রপাত। শাহের প্রশ্ন, এক দেশে দুই বিধান কেন হবে? ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় আইন কেন? কংগ্রেসকে এ নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।

রাজ্যসভায় দাঁড়িয়ে শাহী ঘোষণা, বিজেপি ইতিমধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে। আগামী দিনে বিজেপি শাসিত সব রাজ্যে এই আইন কার্যকর করা হবে। কিন্তু কংগ্রেসের তোষণের রাজনীতি সেটার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শাহের স্পষ্ট ইঙ্গিত, কেন্দ্রীয়ভাবে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু না করা গেলেও রাজ্যে রাজ্যে আইন আনা হবে।

বিজেপির বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে। ‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৫ রুশ জেনারেলকে হত্যার কৃতিত্ব দাবি ইউক্রেনের জাতিসঙ্ঘ মহাসচিবকে ২০২৫ সালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মিয়ানমার নিয়ে উদ্বেগের মধ্যেই রোহিঙ্গাদের প্রতি সমর্থন যুক্তরাষ্ট্রের ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ প্লাস্টিকের দাপটেও টি‌কে আছে গ্রামবাংলার ঐতিহ্য মৃৎশিল্প কাঁপছে পঞ্চগড়, ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা ইউক্রেন-রাশিয়া লড়াই করছে উত্তর কোরিয়ার সৈন্যরা উত্তর কোরিয়ার অর্থ-পাচার চক্রজালের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় টাইগারদের শিক্ষার্থীদের নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান : প্রধান শিক্ষককে শোকজ

সকল