০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে পার্লামেন্টে প্রিয়াঙ্কা, যা বলল বিজেপি

‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে পার্লামেন্টে যান প্রিয়াঙ্কা - ছবি : সংগৃহীত

ইসরাইলি সেনাবাহিনী ১৪ মাস আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের অভিযান শুরু করতেই বিতর্কটা শুরু হয়েছিল। সোমবার তা আরো উস্কে দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড় থেকে নতুন সংসদ সদস্য হওয়া প্রিয়াঙ্কা এদিন সংসদে ঢুকলেন ‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে, যা দেখে ক্ষমতাসীন বিজেপি সাংসদেরা অভিযোগ তুললেন প্রিয়াঙ্কা ‘সংখ্যালঘু তোষণের’ রাজনীতি করছেন।

গতবছরের ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিমতীরে ধারাবাহিক হামলা এবং স্থল অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মুসলমানকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এদের অধিকাংশই নিরপরাধ সাধারণ মানুষ, নারী ও শিশু।

কংগ্রেস ইতোমধ্যেই ফিলিস্তিনে ইসরাইল সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছে।

কংগ্রেসের মুখপাত্র শামা মুহাম্মদ সোমবার জানিয়েছেন, ফিলিস্তিনি নাগরিকদের প্রতি সহমর্মিতা জানাতেই প্রিয়াঙ্কার এই পদক্ষেপ। ওই ব্যাগে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতীক তরমুজের ছবিও আঁকা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘একটি বিশেষ ব্যাগ বহন করে ফিলিস্তিনের প্রতি তার সংহতি জানিয়েছেন প্রিয়াঙ্কা। এ হলো সমবেদনা, ন্যায়বিচার এবং মানবতার প্রতি অঙ্গীকার!’

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ওয়েনাড় লোকসভা উপনির্বাচনের জয়ের জন্য গত সপ্তাহে প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাতে যান স্বশাসিত ফিলিস্তিন কর্তৃপক্ষের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত আবেদ এলরাজেগ। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে গাজায় গণহত্যার নিন্দা জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী। এরপর তার কাঁধে ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ দেখে চটেছেন বিজেপি নেতারা।

ওড়িষ্যার সাংসদ ও বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সোমবার বিকেলে বলেন, ‘নেহরু-গান্ধী পরিবারের এমন আচরণ নতুন কিছু নয়। জওহর লাল থেকে প্রিয়াঙ্কা পর্যন্ত সকলেই তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান। তাদের কাঁধে কখনো জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝুলি দেখবেন না।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement