০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি

দিল্লি জামে মসজিদ - ছবি : সিয়াসত ডেইলি

দিল্লি জামে মসজিদ নিয়ে সার্ভে করার জন্য আনুষ্ঠানিকভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) প্রধানের কাছে পত্র লিখেছেন হিন্দুসেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। তিনি অভিযোগ করেছেন যে মোঘল সম্রাট আওরঙ্গজেব যোধপুর এবং উদয়পুরের মন্দিরের অবশিষ্টাংশের উপর এই মসজিদ নির্মাণ করেছিলেন।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, জামে মসজিদ নির্মাণে হিন্দুদের দেব-দেবীর মূর্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া মসজিদের সিঁড়ির নিচে স্থাপন করা হয়েছে আরো কয়েকটি মূর্তি। এতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করা হয়েছে।

হিন্দুসেনা সভাপতি এএসআইকে অনুরোধ করেছেন, তারা যেন এই বিতর্কিত ভূমিটিতে সার্ভে করেন। কারণ, তার মতে জামে মসজিদের বর্তমান কাঠামোর পেছনেই আসল রহস্য লুকায়িত রয়েছে। তিনি দাবি করেছেন, ঐতিহাসিক নথিপত্র এই কথা প্রমাণ করে যে আওরঙ্গজেব হিন্দুদেরকে অপমাণিত করার জন্য এ সকল তৎপরতা চালাতেন। তিনি আরো দাবি করেন, এই সার্ভে যদি চালানো হয়, তাহলে দেখা যাবে যে মসজিদটির বর্তমান কাঠামোই মন্দিরের কাঠামোকে লুকিয়ে রেখেছে। এতে ওই মন্দিরের কিছু অবশিষ্টাংশ পাওয়াও যেতে পারে।

বিষ্ণু গুপ্ত আহ্বান জানান, এই সার্ভে চলাকালীন সময় যদি মন্দিরের কোনো অবশিষ্টাংশ পাওয়া যায়, তাহলে যেন সেটি যেন সংরক্ষণে রাখা হয়। তিনি জোর দিয়েছেন যে এই অবশিষ্টাংশগুলো পরে যেন সবার সামনে উন্মুক্ত করে দেয়া হয়। মানুষ যেন মসজিদটি নির্মাণের আসল ইতিহাস জানতে পারে।

তবে এই চিঠির জবাবে এএসআই এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র : সিয়াসত ডেইলি


আরো সংবাদ



premium cement