২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের - ছবি : সংগৃহীত

ভারতীয় নৌবাহিনীরর সাবমেরিন (ডুবোজাহাজ) আইএনএস আরিঘাট থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম কে-৪ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩,৫০০ কিলোমিটার। অর্থাৎ ৩,৫০০ কিমি দূরের কোনো লক্ষ্যে আঘাত হানতে পারবে এই ক্ষেপণাস্ত্র। বুধবার বিশাখাপত্তনমে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে নৌসেনা।

এ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ভারত ছাড়াও আমেরিকা, রাশিয়া এবং চীনের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ রয়েছে। পরমাণু অস্ত্র বহনকারী ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০০ কিলোমিটার।

আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাট এই দুটিই পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ডুবোজাহাজ। আইএনএস আরিহান্ত-এ যে 'কে-১৫' ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে সেগুলোর পাল্লা ৭৫০ কিমি। 'কে-৪' ক্ষেপণাস্ত্রগুলো রাখা হবে আইএনএস আরিঘাটে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে আইএনএস আরিঘাট। সমুদ্রপথে ভারতীয় নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে অত্যাধুনিক আইএনএস আরিঘাট-এর আবির্ভাব। দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে এই ডুবোজাহাজ। ১১৩ মিটার দৈর্ঘ্যের এই জাহাজ সমুদ্রের ৯৮০ থেকে ১৪০০ ফুট নিচ দিয়ে চলতে পারে।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement