২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা

ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা - ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গণপিটুনির ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তিনি গ্রামের একটি সাধারণ নলকূপ থেকে পানি তুলেছিলেন। তা নিয়েই বচসা শুরু হয়। অভিযোগ, গ্রামপ্রধান এবং তার পরিবারের অন্য সদস্যরা যুবককে বেধড়ক মারধর করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনাটি মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ইন্দ্রগড় গ্রামের। নিহতের নাম নারদ জাতাভ (২৭)। তিনি গোয়ালিয়রের বাসিন্দা। শিবপুরীতে মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, যুবকের দিদিমার জমি রয়েছে। সেখানে সেচের প্রয়োজনে মঙ্গলবার তিনি স্থানীয় নলকূল থেকে পানি তোলেন। ওই পানি সেচের কাজে লাগান। এর পরেই শুরু হয় বচসা। গ্রামের প্রধান পদ্মসিংহ ধাকড় এবং তার পরিবারের সদস্যরা যুবকের উপর চড়াও হন বলে অভিযোগ। জাত নিয়ে তাকে খোঁটা দেয়া হয়। তার পর শুরু হয় মারধর।

অভিযোগ, লাঠি এবং রবারের পাইপ দিয়ে দীর্ঘক্ষণ ধরে মারধর করা হয় যুবককে। পদ্মসিংহ ছাড়াও সেখানে ছিলেন বেতাল ধাকড়, জশবন্ত, আওয়াধেশ, মোহরপাল, অঙ্কেশ, দখা বাই, বিমন ধাকড়। যুবককে মারের ভিডিয়োও রেকর্ড করা হয় বলে অভিযোগ। মার খেয়ে সংজ্ঞাহীন অবস্থায় যুবক পড়ে গেলে তারা পালিয়ে যান। যুবককে উদ্ধার করে তার আত্মীয়েরা হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। মোট আটজনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। পুলিশ আধিকারিক সঞ্জীব মুলে জানিয়েছেন, একটি সাধারণ নলকূপ থেকে পানি তোলা নিয়ে দু’পক্ষের বচসা হয়েছিল। তাতে এক দলিত যুবকের মৃত্যু হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি আইনে মামলা রুজু করেছে পুলিশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আরো সংবাদ



premium cement