গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ নভেম্বর ২০২৪, ২০:৩৯
গুগল ম্যাপ দেখে গাড়িতে করে যেতে গিয়ে ঘটল বিপত্তি। ব্রিজ থেকে নদীতে পড়ে গেল গাড়ি। ফলে মৃত্যু হলো দুই ভাইসহ তিনজনের।
শনিবার ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে ঘটনাটি ঘটেছে।
গুগল ম্যাপ দেখে একটি নির্মীয়মাণ ব্রিজের ওপর উঠে পড়ে গাড়িটি। কিছুটা যেতেই সেটি সোজা ব্রিজ থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়। এই ঘটনাটি প্রযুক্তিকে অন্ধভাবে বিশ্বাস করার বিপদ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সকাল ১০টার দিকে। বদাউন জেলার বেরেলি থেকে দাতাগঞ্জের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় খালপুর-দাতাগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সার্কেল অফিসার আশুতোষ শিবম জানান, আগে এই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার রাস্তা থাকলেও চলতি বছরের শুরুর দিকে বন্যার ফলে সেতুর সামনের অংশ ভেঙে পড়েছিল। সেটি নির্মাণের কাজ চলছিল। তবে গুগল ম্যাপে সেটি আপডেট না হওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। চালক গুগল ম্যাপের পথ নির্দেশিকা দেখে এগিয়ে যাচ্ছিলেন। তিনি জানতেন না ব্রিজটি ভাঙা ছিল। জিপিএসে পথ নির্দেশিকা দেখে ব্রিজের ওপর উঠে পড়েছিলেন। তার ওপর ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম ছিল। সামনে যে বিপদ রয়েছে তা বুঝতে পারেননি। ফলে গাড়িটি ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। যার ফলে এই মর্মান্তিক প্রাণহানি ঘটে।
এই ঘটনায় প্রশাসনের গাফিলতিরও অভিযোগ উঠেছে। অভিযোগ, ক্ষতিগ্রস্ত সেতুর দিকে না যাওয়ার জন্য কোনো ব্যারিকেড বা সতর্কতা চিহ্ন ছিল না।
ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছায় পুলিশ। গাড়িটিকে নদী থেকে উদ্ধার করা হয়। এরপর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃতদের দুজনের পরিচয় জানা গেছে। তাদের নাম হলো অমিত ও বিবেক। তারা দুই ভাই। তাদের পরিচয়পত্র অনুযায়ী তারা ফারুক্কাবাদের ইমাদপুরের বাসিন্দা। তৃতীয় নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
বেরেলি, ফরিদপুর ও বাদাউনের দাতাগঞ্জ থানা থেকে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
সার্কেল অফিসার জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে।
ঘটনাপ্রসঙ্গে অমিত ও বিবেকের চাচা রাজেশ জানান, অমিত ও বিবেকের পরিবার গুরগাঁওয়ে থাকে। দুই ভাই একটি সিকিউরিটি এজেন্সি চালায়। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তারা। রোববার ছিল বিয়ে। শনিবার তারা ফরিদপুর আসছিলেন। তবে তাদের রাস্তা জানা ছিল না। সেই কারণে গুগল ম্যাপ দেখে আসছিলেন। আর তাতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা।
সূত্র : হিন্দুস্তান টাইমস