অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯
এবার ভারতের বিতর্কিত আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ ওঠেছে। তাও আবার বিদেশের মাটিতে। এবারের ঘটনাস্থল অস্ট্রেলিয়া। সূত্রের দাবি, ওই দেশের মানবাধিকার কমিশনের কাছে এই ইস্যুতে অভিযোগ দায়ের করা হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ায় আদানি গোষ্ঠীর যে কয়লা কেন্দ্র রয়েছে, সেখানেই এই ঘটনা ঘটেছে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগটি দায়ের করেছেন স্থানীয় আদিবাসীরা।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, চলতি সপ্তাহের প্রথম দিকে আদানি গোষ্ঠীর 'ব্রেভাস মাইনিং অ্যান্ড রিসোর্স'-এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন স্থানীয় 'নাগানা ইয়ারবাইন ওয়াঙ্গন ও জাগালিঙ্গৌ' জনজাতির নেতারা।
তাদের অভিযোগ, কুইন্সল্যান্ডে আদানিদের উল্লেখিত যে কয়লা কেন্দ্রটি রয়েছে, সেখানেই তাদের সাথে চূড়ান্ত বর্ণবৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
সূত্রের দাবি, আদানির কর্মী ও আধিকারিকরা স্থানীয় জনজাতিভুক্ত মানুষজনকে লাগাতার অসম্মান করে চলেছেন। তাদের উদ্দেশ করে যেমন অশালীন মন্তব্য করা হচ্ছে, তেমনই শারীরিকভাবেও তাদের হেনস্থা করা হচ্ছে। ওইসব ঘটনার বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট অভিযোগপত্রে রয়েছে বলেও দাবি করা হচ্ছে।
স্থানীয় জনজাতিভুক্ত মানুষজনের আরও অভিযোগ, তারা বিভিন্ন সময় তাদের প্রথাগত বিভিন্ন রীতিনীতি পালন করেন। কিন্তু, আদানির সংস্থার লোকেরা তাদের সেইসব আচার-অনুষ্ঠান পালন করতে বাধা দেন।
নাগানা ইয়ারবাইনের সাংস্কৃতিক ধারার নেতা অ্য়াড্রিয়ান বুরাগুব্বা এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে বলেন, 'বছরের পর বছর ধরে আমরা আদানির কাছ থেকে বৈষম্যমূলক আচরণ পাচ্ছি। তারা আমাদের সমানে অপমান করে চলেছে। কিন্তু, আমরা এসব আর সহ্য করব না।'
তিনি আরো বলেন, ইতিমধ্যেই এই বিষয়ে আইনের সাহায্য নেওয়া হয়েছে। যার জেরে গত বছরই আদানি গোষ্ঠীকে আইনজীবীদের তরফ থেকে সতর্ক করা হয়। স্থানীয় ওই আদিবাসী নেতার কথায়, 'এক্ষেত্রে আইনি পথেই একমাত্র জবাব দেয়া সম্ভব।'
যদিও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ একবাক্যে খারিজ করে দিয়েছেন সংস্থার স্থানীয় কয়লা কেন্দ্রের মুখপাত্র। তার পাল্টা দাবি, আদানির সংস্থাকে সত্যিটা বলতেই দেয়া হচ্ছে না। সেই কারণেই এই সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।
আদানির মুখপাত্র আরো দাবি করেছেন, সংশ্লিষ্ট আদিবাসী নেতা ও তার গোষ্ঠীর অন্যান্য সদস্যের সাথে অভিযুক্ত সংস্থার কর্মীদের সাক্ষাৎ কেমন ছিল, তাও প্রকাশ্যে আনতে দেয়া হচ্ছে না।
আদানি গোষ্ঠীর আরো দাবি, অত্যন্ত নিরাপদভাবে এবং দায়িত্বের সাথে, কুইন্সল্যান্ড তথা অস্ট্রেলিয়ার যাবতীয় আইন মেনে ওই কয়লা কেন্দ্র চালানো হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় আদিবাসীদের জমি ব্যবহার ও তাদের সংস্কৃতি রক্ষা-সংক্রান্ত সমস্ত নীতিও মেনে চলা হচ্ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা