করিমগঞ্জের বদলে শ্রীভূমি করল আসাম সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২৪, ০৬:৪৫
ভারতে মুসলিম-সংশ্লিষ্ট স্থানের নাম আবার বদল হয়েছে। আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম বদল করতে চলেছে আসামের বিজেপি সরকার। বাংলাভাষী এলাকা হিসেবে পরিচিত বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ। এবার এই জেলার নাম পাল্টে দিলো বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেয়া হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। আর এই কথা সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
এই করিমগঞ্জ জেলার নতুন নাম রাখা হয়েছে ‘শ্রীভূমি’। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর তার পরই এক্স হ্যান্ডলে সেটা পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী।
হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘১০০ বছরেরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’- মা লক্ষ্মীর ভূমি হিসেবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।’
এখানে তিনটি বিষয় উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী। এক, করিমগঞ্জ জেলার নাম বদল হয়ে শ্রীভূমি হচ্ছে। দুই, আসামে বিনিয়োগ এবং পরিকাঠামো সামিট ২০২৫ হবে। তিন, আসামের অ্যাগ্রো ফরেস্টি পলিসির অনুমোদন।
মুখ্যমন্ত্রী এদিন একটি ছবি শেয়ার করে লিখেছেন, যে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত হয়েছে, সেটি জেলার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। শ্রীভূমি জেলার মানুষের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিচ্ছবি। এই ঘোষণার সাথে সাথে আগামী ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে।
এছাড়া বিনিয়োগ ও পরিকাঠামো সামিট যেটা হওয়ার কথা ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি সেখানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অসমে আসতে পারেন। এই সামিট সফল করার জন্য রোড–শো করা হবে।
আর করিমগঞ্জ জেলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। আসামের বাকি দুই বাংলাভাষী প্রধান জেলা-
কাছাড় এবং হাইলকান্দি। আর কাছাড় জেলার সদর শহর হচ্ছে শিলচর। যা রাজ্যের বাংলাভাষীদের প্রধান কেন্দ্র। গত সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম বদলে শ্রী বিজয় পুরম করার কথা ঘোষণা করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, দেশের বুক থেকে ঔপনিবেশিক শাসনের চিহ্ন মুছে ফেলার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এই পদক্ষেপ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা