১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খাতা না দেখেই নম্বর, বিক্ষোভ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের

খাতা না দেখেই নম্বর, বিক্ষোভ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের - ছবি : সংগৃহীত

আবারো বিতর্কে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার নম্বর দেয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, মূল্যায়ন ছাড়াই শিক্ষার্থীদের নম্বর দেয়া হয়েছে। প্রায় ৫০ জন শিক্ষার্থীকে এভাবে মূল্যায়ন ছাড়া নম্বর দেয়া হয়েছে বলে অভিযোগ।

সাংবাদিকতা বিভাগে এই অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা খাতা রিভিউ করলে জানতে পারেন মূল্যায়ন করা হয়নি। যার ফলে অনেকে কম নম্বর পেয়েছেন। তবে অধ্যাপক এই অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে শিক্ষার্থীরা সোমবার ভারপ্রাপ্ত ভিসি ভাস্কর গুপ্তের সাথে তার অফিসে দেখা করেন। সেখানেই তারা এ বিষয়টি জানতে পারেন।

জানা যায়, পড়ুয়ারা জুলাই মাসে পরীক্ষা দিয়েছিলেন। এই বছরের আগস্টে ফল বেরোয়। তবে নম্বর নিয়ে ক্ষোভ ছিল শিক্ষার্থীদের। তাই খাতা রিভিউ করা হয়। তাতেই দেখা যায়, ৫০টি খাতায় নম্বরে গরমিল রয়েছে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সাত্যকি ভট্টাচার্য বলেছেন, তিনি এ নিয়ে মন্তব্য করতে পারেন না। ভিসি এই সমস্যাটির সমাধান করতে পারেন। সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রধান পার্থ সারথি চক্রবর্তী বলেছেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপকের সাথে কথা বলবেন। যাদের বিরুদ্ধে উত্তরপত্র মূল্যায়ন না করার অভিযোগ তা খতিয়ে দেখা হবে।

ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ল অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির ডিন জয়দীপ মুখার্জি জানান, শিক্ষার্থীদের কিছু অভিযোগ ছিল। সংশ্লিষ্ট অধ্যাপককে ডাকা হয়েছে। মঙ্গলবার ভিসির সাথে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মের ভিত্তিতে পরের পদক্ষেপ নেয়া হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement