১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গ্যাস চেম্বার দিল্লি! অনলাইনে ক্লাস! ট্রাক ঢোকা নিষিদ্ধ

গ্যাস চেম্বার দিল্লি! অনলাইনে ক্লাস! ট্রাক ঢোকা নিষিদ্ধ - ছবি : সংগৃহীত

গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ভারতের রাজধানী দিল্লি। বাতাসের গুণমান ছাপিয়ে গিয়েছে ভয়ংকরের গণ্ডিও। এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও অনলাইনে ক্লাস করতে পারবেন। কেবলমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পঠনপাঠনের জন্য স্কুলে আসবে।

রোববার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অতিশী। সেখানে লেখা হয়েছে- দশম এবং দ্বাদশ শ্রেণি ছাড়া বাকিদের স্কুলে শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই। এই শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করবে স্কুল কর্তৃপক্ষ। পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে বলে জানানো হয়েছে। রোববারই কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দিল্লি এনসিআরে দূষণ পরিস্থিতি নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করে একাধিক নির্দেশিকা জারি করেছে। এর পরেই অধিকাংশ শিক্ষার্থীর জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

রোববার সন্ধ্যা ৭টা নাগাদ দিল্লির বায়ুদূষণের মাত্রা ছিল ৪৫৭ (একিউআই)। বলা বাহুল্য, দিল্লিই এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। দূষণ কমানোর অনেক চেষ্টা করেও ফল মিলছে না। এরই মধ্যে রাজধানীতে বাইরে থেকে কোনো ধরনের ট্রাকের ঢোকায় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিস বহনকারী ট্রাকগুলোকে দিল্লিতে ঢুকতে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement