১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মণিপুরে অপহৃত ৬ জনের লাশ উদ্ধার, প্রতিবাদে মন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা

মণিপুরে অপহৃত ৬ জনের লাশ উদ্ধার, প্রতিবাদে মন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা - ছবি : পার্সটুডে

ভারতের মণিপুর রাজ্যে দুই মন্ত্রী ও তিন এমপির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। জিরিবামের ত্রাণ শিবির থেকে অপহৃক তিন মহিলা ও তিন শিশুর লাশ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠী।

আজ শনিবার দুপুরে রাজ্যের দুই মন্ত্রী ও তিন এমপির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। উত্তেজিত জনতার একটি অংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জনের লামফেলের বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছেন এক সিনিয়র কর্মকর্তা।

অপরদিকে ইম্ফালের পশ্চিম বিভাগের সাগোলবান্দে বিজেপির এমপি আর কে ইমোর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আরকে ইমো মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের মেয়ের জামাই। এছাড়া বিক্ষোভকারীরা স্বতন্ত্র এমপি সাপাম নিশিকান্ত সিংয়ের মালিকানাধীন একটি পত্রিকায় ভাঙচুর চালান।

পরিস্থিতি যাতে নাগালের বাইরে না যায় তার জন্য তড়িঘড়ি রাজ্যের সাত জেলায় কার্ফু জারি করেছে এন বীরেন সিংয়ের সরকার। একইসাথে গুজব ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

এক বছরের বেশি সময় আগে কুকি ও মেইত উপজাতির মধ্যে সাম্প্রতিক দাঙ্গা শুরু হয়। শেষ কয়েক মাস পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাজ্যটি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। মূলত উপজাতিদের জন্য নির্ধারিত কোটা নিয়ে এই সঙ্ঘাতের সৃষ্টি হয়। সম্প্রতি পুলিশের বিশেষ শাখার সাথে বন্দুক যুদ্ধে সন্দেহভাজন ১০ কুকি বিদ্রোহী নিহত হলে উত্তেজনা বৃদ্ধি পায়।

সূত্র : আনন্দবাজার, পার্সটুডে ও অন্যান্য


আরো সংবাদ



premium cement

সকল