১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাকিস্তানে রেল স্টেশনে বিস্ফোরণ, নিহত ২৭

পাকিস্তানে রেল স্টেশনে বিস্ফোরণ, নিহত ২৭ - ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আবার বোমা বিস্ফোরণ ঘটেছে। শনিবার বেলুচিস্তানের কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনের বেশি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী বিস্ফোরণ। তবে কে বা কারা বিস্ফোরণের নেপথ্যে জড়িত তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো সংগঠনই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার সকালে কোয়েটার রেলস্টেশন এলাকা আচমকাই কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। তখন স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ছাড়ার আগে ট্রেনে ওঠার জন্য যাত্রীরা হুড়োহুড়ি করছিলেন। সে সময়ই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

কোয়েটার এসএসপি মোহম্মদ বেলোচ জানিয়েছেন, ঘটনার সময় স্টেশনে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের সদস্যেরা। রয়েছে পুলিশ এবং অন্য বাহিনীও। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন বন্ব স্কোয়াডের সদস্যেরা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বালুচিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ স্কুলশিক্ষার্থীসহ সাতজনের মৃত্যু হয়েছিল। বেলুচিস্তান প্রদেশের মাসতাং এলাকায় ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, রাস্তার পাশে একটি মোটারসাইকেলে রাখা বোমা বিস্ফোরণ হয়। পুলিশ তদন্তে জানতে পারে, দূর থেকে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বিস্ফোরণ ঘটল বালুচিস্তানে।
সূত্র : দি নিউজ, আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড

সকল