২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘উগ্রবাদীদের’ সাথে সংঘর্ষে পাকিস্তানে ৪ সৈন্য নিহত

‘সন্ত্রাসীদের’ সাথে সংঘর্ষে পাকিস্তানে ৪ সৈন্য নিহত - সংগৃহীত

আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা দক্ষিণ ওয়াজিরিস্তানে ‘উগ্রবাদীদের’ সাথে সংঘর্ষে পাকিস্তানি চার সৈন্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়। সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে পাঁচ উগ্রবাদীও নিহত হয়েছে।

পাকিস্তানের এই জনজাতি-প্রধান অঞ্চলের দু’দিকেই সীমান্ত আছে বলে তা ‘উগ্রবাদীদের’ নিরাপদ বিচরণক্ষেত্র বলে পরিচিত।

পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সাথে উত্তরপশ্চিম সীমান্তে ‘উগ্রবাদীদের’ সাথে সেনাবাহিনীর সংঘর্ষ ও প্রবল গোলাগুলি হয়। সেখানেই চারজন সেনা সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অফিস জানিয়েছে, চার সৈন্যর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘উগ্রবাদীদের’ বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এই লড়াই চালিয়ে যাবে।
সূত্র : ডয়চে ভেলে ও আনাদুলু অ্যাজেন্সি


আরো সংবাদ



premium cement