০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রাম্পের জয়ে ১৯ ভারতীয় সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠবে, আশা দিল্লির

- ছবি : আনন্দবাজার পত্রিকা

ট্রাম্পের জয়ে ১৯ ভারতীয় সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠবে বলে আশা করছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন মাত্রা আসতে পারে বলে আশাবাদী ভারত। গত চার বছরে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মোটের উপর মসৃণ থাকলেও কয়েক দফায় বেশ কয়েকটি ভারতীয় সংস্থা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে তার বদল আসবে বলে মনে করছে সাউথ ব্লকের একাংশ।

ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে গত বৃহস্পতিবার (১ নভেম্বর) বিভিন্ন দেশের মোট ৩৯৮ সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন সরকার। এর মধ্যে ছিল ১৯টি ভারতীয় সংস্থা এবং দু’জন ভারতীয় নাগরিক। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আমেরিকার ওই পদক্ষেপের বিরোধিতা করে বলেছে, ‘মিথ্যা অভিযোগে ভারতীয় সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’ কিন্তু তারপরও পরিস্থিতি বদলায়নি।

হোয়াইট হাউসে ট্রাম্পের প্রবেশের পরে পরিস্থিতির বদল ঘটতে পারে বলে মনে করছেন অনেকে। ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সম্পর্ক এখানে অনুঘটকের ভূমিকা পালন করতে পারে বলে তাদের ধারণা।

প্রসঙ্গত, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রক্রিয়ায় অংশ নেয়া, আর্থিক লেনদেন এবং কূটনৈতিক যোগাযোগে সহায়তার অভিযোগে আমেরিকার পররাষ্ট্র দফতর ১২০ ব্যক্তি ও সংস্থাকে চিহ্নিত করেছে। ট্রেজারি (অর্থ) বিভাগ চিহ্নিত করেছে ২৭০ ব্যক্তি ও সংস্থাকে। এছাড়া বাণিজ্য দফতর ৪০টি সংস্থাকে ‘অভিযুক্ত’ ঘোষণা করেছে। তারই ভিত্তিতে নিষেধাজ্ঞার পদক্ষেপ।

মোট ১৯টি ভারতীয় সংস্থা রয়েছে এই তালিকায়। এছাড়া গত চার বছরে ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিম দুনিয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি, শেখ হাসিনার জমানায় বাংলাদেশের ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে ভারতের নিশ্চুপ থাকা, এমনকি আমেরিকার মাটিতে খলিস্তানপন্থী নেতা গুরুপতবন্ত সিংহ পন্নুনকে খুনের চেষ্টায় অভিযোগে মোদি সরকারকে নিশানা করেছে বাইডেন প্রশাসন। গত সেপ্টেম্বরে আমেরিকা থেকে পন্নুন-কাণ্ডে সমন গিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে। ট্রাম্প ক্ষমতায় এলে সেই পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাংশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement