২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অনেক চেষ্টা করেও ড. আফিয়া সিদ্দিকীকে মুক্ত করতে পারেনি পাকিস্তান

ড. আফিয়া সিদ্দিকী - ছবি : দি নিউজ

অনেক চেষ্টা করেও মার্কিন কারাগার থেকে ড. আফিয়া সিদ্দিকীকে মুক্ত করতে পারেনি পাকিস্তান। মঙ্গলবার আন্তর্জাতিক এক সম্মেলনে এমন দাবি করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

তিনি বলেন, আফিয়ার মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে অনুরোধ জানান, ড. আফিয়াকে যেন মানবিক কারণে ক্ষমা করা হয়।

তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টরা ক্ষমতা ছেড়ে দেয়ার আগে বিভিন্নজনকে ক্ষমা করে থাকেন। সেজন্য ওই চিঠি পাঠানো হয়। কিন্তু আমাদের কোনো প্রচেষ্টা ফল বয়ে আনেনি।

এ সময় মার্কিন আইনপ্রণেতাদের সাথে সাক্ষাতের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে মার্কিন কারাগারে বন্দী আছেন ড. আফিয়া সিদ্দিকী। তিনি একজন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী, টেক্সাসের ফেডারেল মেডিকেল সেন্টার (এফএমসি) কারসওয়েল-এ ৮৬ বছরের সাজা ভোগ করছেন। প্যারোলের সম্ভাবনা ছাড়াই নিউ ইয়র্কের দক্ষিণ জেলা আদালত তাকে এই শাস্তি দিয়েছে।

আফগানিস্তানের গজনিতে মার্কিন কর্তৃপক্ষের সাথে একটি সাক্ষাত্কারের সময় একটি ঘটনা থেকে উদ্ভূত হত্যার চেষ্টা এবং হামলার অভিযোগে তাকে সেপ্টেম্বর ২০০৮ সালে অভিযুক্ত করা হয়। তবে ওই অভিযোগগুলো তিনি অস্বীকার করেন।

১৮ মাস আটক থাকার পর ২০১০ সালের শুরুর দিকে তার বিচার করা হয়। তখন তাকে দোষী সাব্যস্ত করে ৮৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দী রয়েছেন।

সূত্র : দি নিউজ


আরো সংবাদ



premium cement