ভারতের মন্দিরে আতশবাজি বিস্ফোরণে দেড় শতাধিক আহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ অক্টোবর ২০২৪, ১৩:২৫
ভারতের একটি মন্দিরের আতশবাজি প্রদর্শনীতে ভয়ঙ্কর বিস্ফোরণে দেড় শতাধিক আহত হয়েছে বলে ভারতীয় পুলিশ মঙ্গলবার জানায়।
আহতদের মধ্যে ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের আটজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।
মুম্বাই থেকে এএফপি এ খবর জানায়।
ভারতীয় সংবাদপত্রগুলোর পোস্ট করা ভিডিওগুলোতে সোমবার সন্ধ্যায় কেরালার দক্ষিণ রাজ্যের নীলেশ্বরমে এক হিন্দু মন্দিরের চারপাশে বিপুলসংখ্যক লোককে আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় করতে দেখা যায়। একটি ভবনের ভেতর থেকে বিস্ফোরণের আওয়াজ শোনার পরপরই একটি অগ্নিশিখার কুণ্ডলি উঁচু হয়ে আকাশে দিকে ওঠে।
স্থানীয় পুলিশ প্রধান শিল্পা দিভাইয়া এএফপিকে বলেন, ‘আটজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্তত ১৫৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আতশবাজি গুদামের খুব কাছে আতশবাজি ফাটানো হচ্ছিল। ফাটানো পটকা থেকে স্ফুলিঙ্গ গুদামে পৌঁছায়। কর্মকর্তাদের সূত্রে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের কারণে ভিড়ের মধ্যে থাকা ব্যক্তিদের মুখ ও হাত পুড়ে গেছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা কে ইনবাশেখর বলেন, আতশবাজি প্রদর্শনের অনুমতি দেয়া হয়নি। দ্য হিন্দু পত্রিকার খবরে বলা হয়েছে, মন্দিরের সভাপতি ও সেক্রেটারিকে হেফাজতে নেয়া হয়েছে।
ভারতে ধর্মীয় জমায়েতে নিরাপত্তা লঙ্ঘন এবং দুর্বল ভিড় ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মারাত্মক ঘটনার ভয়াবহ রেকর্ড রয়েছে।
২০১৬ সালে হিন্দু নববর্ষ উপলক্ষে একটি মন্দিরে নিষিদ্ধ আতশবাজি প্রদর্শনের কারণে এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১১২ জনের মৃত্যু হয়।
ভারত প্রধান আতশবাজির মরসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সপ্তাহের শেষের ঐতিহ্যবাহী হিন্দু উৎসব দীপাবলি উদযাপিত হবে।
সূত্র : এএফপি/বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা