২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

আরো ৫০ ভারতীয় বিমানে বোমাতঙ্ক

আরো ৫০ ভারতীয় বিমানে বোমাতঙ্ক - ছবি : সংগৃহীত

ভারতীয় বিভিন্ন বিমান সংস্থার বিমানে বোমাতঙ্ক অব্যাহত রয়েছে। রোববার আরো ৫০টি বিমানে ভুয়া বোমাতঙ্ক দেখা গেছে। এ নিয়ে গত দু’সপ্তাহে ৩৫০টিরও বেশি বিমানে ভুয়া বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠল। যার মধ্যে বেশিভাগই উঠে এসেছে সমাজমাধ্যমের বিভিন্ন হ্যান্ডল থেকে।

রোববার আকাসা এয়ার সংস্থার ১৫টি বিমানে ভুয়া হুমকি এসেছে। পাশাপাশি ইন্ডিগোর ১৮টি বিমান এবং ভিস্তারার ১৭টি বিমানেও একই ধরনের ভুয়া হুমকি গেছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। পর পর এত বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় উদ্বিগ্ন ভারত সরকারও। একাধিক বিমান বাতিল হয়েছে। কোনোটির যাত্রাপথ বদল হয়েছে। ভুয়া বোমাতঙ্কে অভিযুক্তদের সংশ্লিষ্ট বিমান সংস্থার ‘নো ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও চলছে। এই তালিকাভুক্তেরা সংশ্লিষ্ট উড়ান সংস্থার কোনো বিমানে যাত্রা করতে পারেন না।

ভুয়া বোমাতঙ্কে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনার কথা রোববারও জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। ভুয়া বোমাতঙ্কে জড়িতদের বিমানে ওঠা পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বেসামরিক বিমান পরিবহণ-সংক্রান্ত দু’টি আইনে প্রয়োজনীয় সংশোধন আনারও ভাবনাচিন্তা চলছে ভারত সরকারের।

বিমানগুলোতে ভুয়া বোমাতঙ্ক বন্ধ করতে একাধিক আন্তর্জাতিক সংস্থা এবং তদন্তকারী সংস্থার সাহায্য নিচ্ছে ভারত সরকার। ভুয়া বোমাতঙ্ক ছড়িয়ে কেউ ধরা পড়লে, তার বিরুদ্ধে কড়া শাস্তি এবং জরিমানার কথাও ভাবা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।

উল্লেখ্য, শনিবার বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লির উত্তম নগর এলাকার বাসিন্দা শুভম উপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ডিসিপি ঊষা রঙ্গানি সংবাদমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’কে জানিয়েছেন, শুভম সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। মজার ছলেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। মূলত ‘প্র্যাঙ্ক’ হিসেবে পোস্ট করতে গিয়ে বিপদ ডেকে আনেন শুভম। তার বিরুদ্ধে বেসামরিক বিমান চলাচল সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
রানা প্লাজা ধস : সোহেল রানার জামিন স্থগিতই থাকছে আশুলিয়ায় বেকারির মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ১২০ : জাতিসঙ্ঘ আরো বেশি বাংলাদেশী দক্ষ কর্মী নিয়োগ দেবে সৌদি আরব ইউক্রেনকে সহায়তা নিয়ে পাশ্চাত্যদের আবারো পুতিনের হুমকি ইসরাইলি হামলা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ক্ষতিগ্রস্ত করেছে : দাবি নেতানিয়াহুর বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলাদেশীদের অনুপ্রবেশ বন্ধ হবে : অমিত শাহ আজ রাতে দেশে ফিরবে ৩০ লেবানন প্রবাসী বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক উইকিপিডিয়ার সমালোচনায় ইলন মাস্ক টেস্ট চ্যাম্পিয়নশিপ : ভারতের হারে পাকিস্তানের সম্ভাবনা!

সকল