১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

ভারতীয় হাই কমিশনার প্রত্যাহার হচ্ছে কানাডা থেকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বাঁ দিকে), কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো - ছবি : সংগৃহীত

কানাডার মাটিতে খালিস্তানপন্থী উগ্রবাদী হরদীপ সিংহ নিজ্জরকে হত্যার অভিযোগের আবার আচমকা প্রভাব নয়াদিল্লি-অটোয়া দ্বিপক্ষীয় কূটনীতিতে। কানাডা সরকার সে দেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে ওই খুনের ‘সম্পর্কের’ অভিযোগ তুলতেই সোমবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পর প্রত্যাহার করা হলো হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মাকে। কানাডা সরকারের নিশানায় রয়েছেন, এমন কূটনীতিকদের ফেরত আনা হচ্ছে বলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

কানাডা সরকারের তদন্তকারী সংস্থা নিজ্জর হত্যায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মাকে ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’ বলে জানিয়েছিল রোববার। যদিও কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হয়নি। সোমবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের এই পদক্ষেপ ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং অযৌক্তিক’ বলে অভিযোগ করা হয়। সেই সাথে বলা হয়, ‘বারবার অনুরোধ করা সত্ত্বেও কানাডা সরকার নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনও প্রমাণ পেশ করেনি।’ এর পর সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সঞ্জয়কে ফেরত আনার কথা জানানো হয়।

গত বছর নিজ্জর হত্যায় সম্পর্ক আছে অভিযোগ তুলে এক ভারতীয় কূটনীতিকে বহিষ্কার করেছিল কানাডা। ওই সময় কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি জানিয়েছিলেন, ওই ভারতীয় কূটনীতিক গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (আরএডব্লিউ)-এর কানাডার প্রধান হিসাবে দায়িত্ব সামলাতেন। ট্রুডো সরকারের ওই পদক্ষেপের জবাবে ভারতে নিযুক্ত কানাডার এক সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করে পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সোমবার ট্রুডো সরকারের অভিযোগকে, ‘রাজনৈতিক লাভের জন্য ভারতকে অপমান করার একটি ইচ্ছাকৃত অপপ্রচার’ বলেও জানিয়েছে সাউথ ব্লক।

উল্লেখ্য, রোববার কানাডা সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছিল, নিজ্জর হত্যাকাণ্ডে যাদের স্বার্থ জড়িত, সেই তালিকায় ভারতীয় হাই কমিশনারও রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা অভিযোগ, কানাডার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে কট্টরপন্থী খলিস্তানি গোষ্ঠীগুলির সমর্থন পাওয়ার জন্য ট্রুডো সরকার নতুন করে নিজ্জর বিতর্ক সামনে নিয়ে আসছে। খালিস্তানি নেতা নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল ভারত। তিন বছর পর ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাকে হত্যা করা হয়। এর পরে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ‘ভূমিকা’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন ট্রুডো।

বস্তুত, তার পর থেকেই দু’দেশের সম্পর্কে চিড় ধরে। ট্রুডোর ওই অভিযোগের পর, প্রধানমন্ত্রী মোদি অভিযোগ করেছিলেন, ভারত ভাগ করতে চাওয়া মৌলবাদী শক্তি খালিস্তানপন্থীদের আশ্রয় দিচ্ছে কানাডা। নিজ্জর খুনে জড়িত সন্দেহে কয়েকজন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গত বছর গ্রেফতার করেছিল কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)। এর পরে চলতি বছরের এপ্রিলে কানাডার নিরাপত্তাবিষয়ক গোয়েন্দা সংস্থা (সিএসআইএস) সম্প্রতি তদন্ত রিপোর্টের নির্যাস প্রকাশ করে। তাতে দাবি করা হয়, ২০১৯ এবং ২০২১-এর সাধারণ নির্বাচনকে প্রভাবিত করতে পাকিস্তান এবং ভারত গোপনে সক্রিয় ছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
৪২ বছরের প্রথা ভেঙে অ্যাশেজের সূচি প্রকাশ বিশ্বের ‘সবচেয়ে সরু’ রাস্তায় ট্র্যাফিক সিগন্যাল কেন শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু রাশিয়ার‍ বিরুদ্ধে ‘বিজয়ের জন্য’ ন্যাটোতে যোগ দিতে চান জেলেনস্কি লেবানন থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনছে বাংলাদেশ পাশ্চাত্যের নিষেধাজ্ঞা শত্রুতামূলক পদক্ষেপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাকিবের দেশে ফেরা অনিশ্চিত! ফের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হচ্ছে টাকা নিয়ে ঝামেলা, বন্ধুকে ফাঁসাতে বিমানে বোমার হুমকি ভারতীয় হাই কমিশনার প্রত্যাহার হচ্ছে কানাডা থেকে ভারতীয় হাই কমিশনার প্রত্যাহার হচ্ছে কানাডা থেকে

সকল