পাকিস্তানে ২.২ বিলিয়ন বিনিয়োগ করল সৌদি আরব
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ অক্টোবর ২০২৪, ১৯:৫৬
সৌদি আরব ও পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার ২.২ বিলিয়নের বিনিয়োগটির প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পাকিস্তানের উন্নয়নে বিশেষ আগ্রহ রয়েছে।
তিনি আরো বলেন, সময়ের সাথে সাথে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী হবে। এ সময় চুক্তি বাস্তবায়নে সরকার সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরো বাড়বে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কয়েক দশকের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, সৌদি আরব সব সময় দুর্যোগকালে পাকিস্তানের সাথে থেকেছে। তাদের এই বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনির এবং অন্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
এর আগে সৌদি অর্থমন্ত্রী খালিদ বিন আবদুল আজিজ আল-ফালিহ বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন যে তার প্রতিনিধি দলের তিন দিনের পাকিস্তান সফরের সময় রিয়াদ এবং ইসলামাবাদের মধ্যে ২৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। সূত্র : দি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা