০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

জম্মু ও কাশ্মিরে মুখ থুবড়ে পড়ল বিজেপি, দখলে নিল হরিয়ানা

- ছবি : সংগৃহীত

ভারতশাসিত জম্মু ও কাশ্মির নির্বাচনে সরকার গঠনের ধারের কাছে যেতে পারেনি কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে হরিয়ানা দখলে নিতে পেরেছে হিন্দুত্ববাদী দলটি।

৩৭০ ধারা বিলোপ হওয়ার পরে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মিরে। ১০ বছর পরে বিধানসভা নির্বাচনে জিতে জম্মু-কাশ্মিরে সরকার গড়তে চলেছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট। অন্যদিকে, হরিয়ানায় এককভাবে সরকার গঠন করতে পারছে বিজেপি।

জম্মু অঞ্চলে বিজেপি একচ্ছত্রভাবে আধিপত্য দেখালেও সেই এলাকাতে থাবা বসেছে অন্যান্য দলের। এমনকি জম্মুর দক্ষিণে অবস্থিত ডোড্ডা আসনে বিজেপি হেরে যায় আম আদমি পার্টির কাছে। আর কাশ্মিরে একচেটিয়া ভাবে জয়ী ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট।

কাশ্মিরে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের দখলে ৫০ আসন।

অপরদিকে, হরিয়ানায় ৪৮ আসনে জয়ী বিজেপি। কংগ্রেসের দখলে গেছে ৩৭ আসন।


আরো সংবাদ



premium cement