নাম না নিয়েই পাকিস্তানের সমালোচনা জয়শঙ্করের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ অক্টোবর ২০২৪, ০৮:০৪
ইসলামাবাদ যাওয়ার আগেই নাম না করে পাকিস্তানের সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মিলিত মঞ্চ ‘সার্ক’-এর অগ্রগতি থমকে থাকার জন্য নাম না করে পাকিস্তানকেই দায়ী করেছেন তিনি। জয়শঙ্করের মতে, 'সার্কের অগ্রগতি থমকে রয়েছে এবং গত কয়েক বছর ধরে কোনো বৈঠক হচ্ছে না। কারণ, একটি সদস্য দেশ সীমান্তে উগ্রবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।' উল্লেখ্য, চলতি মাসেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ঠিক তার আগেই নাম না করে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে নেপালের কাঠমান্ডুতে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর শেষ বৈঠক হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, 'বর্তমানে সার্কের অগ্রগতি থমকে রয়েছে। শুধুমাত্র একটি কারণের জন্যই আমরা সার্ক সম্মেলন করতে পারছি না। কারণ সার্কের সদস্য একটি রাষ্ট্র, অপর একটি রাষ্ট্রের বিরুদ্ধে উগ্রবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।'
উল্লেখ্য, এর আগেও একাধিক আন্তর্জাতিক মঞ্চ থেকে পাকিস্তানকে নাম না করে সমালোচনা করেছে ভারত। সন্ত্রাসবাদে মদত দেয়ার অভিযোগে বার বার সরব হয়েছে। এবারও পাকিস্তান সফরে যাওয়ার আগে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
এসসিও-র বৈঠকে যোগ দিতে পাকিস্তান গেলেও, সেখানে যেকোনো দ্বিপক্ষীয় আলোচনা হবে না- তা শনিবারই স্পষ্ট করে দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, ‘বহুপক্ষীয় আলোচনায় যোগ দিতে যাচ্ছি। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। এসসিও-র একজন ভালো সদস্য হিসেবেই ইসলামাবাদ যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমার আচরণ তেমনই হবে।’
আগামী ১৫-১৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর বৈঠক রয়েছে। পাকিস্তানে আয়োজিত ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হবে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। শেষে শুক্রবারই সরকারিভাবে সিলমোহর পড়েছে এই বিষয়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ইসলামাবাদে ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন জয়শঙ্কর।
সূত্র ; আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা