পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ রুশসহ নিহত ৬
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩
পাকিস্তানে খাইবার পাখতুনোখায়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারে ছিলেন ১৪ জনের বেশি আরোহী ছিলেন। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন রুশ নাগরিক। এছাড়াও দুই পাইলটসহ তিনজন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, শনিবার সকালে উত্তর ওয়াজিরিস্তান থেকে উড়েছিল হেলিকপ্টারটি। তাতে একটি তেল সংস্থার বেশ কয়েকজন কর্মী ছিলেন। কিন্তু ওড়ার কিছু ক্ষণের মধ্যে সেটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।
তবে অন্য একটি সূত্রের দাবি, অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। সেটির পিছনের অংশ মাটিতে ঠেকে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। তার ফলেই এই দুর্ঘটনা। তবে এই দুর্ঘটনার নেপথ্যে কোনো অন্তর্ঘাত নেই বলেই প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে। যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেটি এমআই-৮। পেশোয়ারের দক্ষিণ-পশ্চিমে ২০০ কিলোমিটার দূরে শেওয়াতে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে জানা গেছে।
সূত্র : দি নিউজ এবং আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা