২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পোস্টার নগরী ঢাকা

- ছবি : সংগৃহীত

তিলোত্তমা ঢাকা। মসজিদের শহর ঢাকা। রিকশার রাজধানী ঢাকা। যানবাহনের গগণবিদারী হর্নের আওয়াজ আর অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে শব্দদূষণের ঢাকা নগরী। ঢাকা সময়ের সাথে সাথে পাল্টেছে। কেউ একে সিঙ্গাপুর বানানোর মোহনীয় স্বপ্ন দেখান আবার কেউ বা একে তিলোত্তমা বানানোর কথা বলেন; কিন্তু ঢাকা ঢাকাই। ঢাকার ঐতিহ্য, ঢাকার বৈশিষ্ট্য ঢাকা পড়ে থাকেই। যে যাই বলুন না কেন, শহর ঢাকার আরেকটি পরিচয় রয়েছে যেটি আমরা দেখেও দেখি না। তা হলো- এই শহরের মূল সড়ক, অলিগলি সর্বত্রই সগর্বে বিরাজমান বিচিত্র রঙের, বিচিত্র বর্ণের ও বানানের নানা প্রকারের পোস্টার। মূল দেয়াল, বিদ্যুতের খুঁটি, টেলিফোন সংযোগ বাক্স, বিভিন্ন সড়ক পরিচিতির ওপর; কোথায় নেই পোস্টার!

নূর হোসেন চত্বর, আসাদ গেটের মূল স্থাপত্য, দোয়েল চত্বর এমনকি বিভিন্ন স্থানে স্থাপিত পুলিশ বক্সের দেয়াল পুরোই পোস্টারে ঢাকা। স্কুলের কোমলমতি ছাত্রদের পরিষ্কার-পরিচ্ছন্নতার যত পাঠই দেয়া হোক না কেন, স্কুলের বাইরের দেয়াল এমনকি মূল গেটও পোস্টারের ছোবল থেকে মুক্তি পায়নি। ছাত্রছাত্রীরা যখন ক্লাস শেষে বাইরে বেরোয় দেয়ালের এসব চিত্রণ তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কী ধারণা দেয় তা বুঝতে কষ্ট হয় না।

পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড- এসবের অত্যাচারে সবচেয়ে জর্জরিত সড়কের পাশের গাছগুলো। নির্দয়ভাবে এগুলোর পুরো শরীরে পেরেকের আদর দিয়ে বিজ্ঞাপনী ফেস্টুন লাগিয়ে বেচারা গাছের বারোটা বাজানোর যে প্রতিযোগিতা দেখা যায় পৃথিবীর আর কোনো শহরে তা আছে কি না সন্দেহ। শহরের অলিগলিতে, দেয়াল-সিঁড়িতে, বিদ্যুতের খুঁটিতে, গাড়িতে, রিকশায়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-হাসপাতালের দেয়ালে পোস্টারের এই অরুচিকর প্রদর্শন নিশ্চয়ই আমাদের আরেকটি রোল মডেলের তকমা এনে দেবে নিঃসন্দেহে!

পোস্টারের আরেকটি মজার দিকও আছে। আপনার গৃহে সমস্যা, কাউকে ফাঁসাতে চান, চাকরির শতভাগ নিশ্চয়তা থেকে শুরু করে এমন কোনো রোগ নেই যা নিরাময়ের ব্যবস্থা খুঁজে পাবেন না এসব পোস্টারে। পৃথিবীর পুরো সমস্যা দূর করে শান্তিময় পৃথিবী গড়ার ফর্মুলা থেকে শুরু করে স্বপ্নে পাওয়া, পানিতে পাওয়া, বাতাসে পাওয়া, দৈবযোগে পাওয়া সমাধানের শতভাগ গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত, স্বামী-স্ত্রীর গোপন সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেনই এই পোস্টারের জগতে। মাঝে মধ্যে পোস্টারের ফাঁকে ফাঁকে দেয়াললিখন আপনার দিকে তাকিয়ে যেন অর্থপূর্ণ হাসি হাসে, ব্যঙ্গ করে।

ঢাকা শহরের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-হাসপাতাল, বাড়ির দেয়ালে সর্বত্রই প্রচণ্ড দাপটে অবস্থান করছে পোস্টার। এর ভাষার প্রকাশভঙ্গি, বানান উপস্থাপনা নিয়ে যে কেউ ইচ্ছা করলে মহাকাব্য রচনা বা ডক্টরেট করতে পারবেন অবলীলায়। এসব পোস্টারের আবেদন নিবেদনের ভাষা পড়লে ভাষাপ্রেমীরা ভিরমি খাবেন নিঃসন্দেহে।

এ দেশে যারা বিদেশী অতিথি আসেন তারা শহরের এই দুর্দশা দেখে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ বলে সালাম জানিয়ে সেই যে ভোঁ দৌড় দেন দ্বিতীয়বার আর এমুখো হওয়ার কথা ভাবেন না। বিভিন্ন শহরকে পর্যটকবান্ধব করার যে চেষ্টা, তা ঢাকার পোস্টারের আড়ালে খুঁজে পাওয়া ভার।

ঢাকা মহানগরীর ৪০০ বছরের ইতিহাস-ঐতিহ্য ঢাকা পড়ে গেছে দেয়াললিখন আর পোস্টারের আড়ালে। সৌন্দর্যমণ্ডিত ঢাকার বর্তমান অবস্থা দেখলে মনে পড়ে ‘লুপ্ত তোমার রূপের লহর পোস্টারেরই জঞ্জালে’। এর লুপ্ত গৌরব ফিরিয়ে আনতে হলে, ঢাকাকে সৌন্দর্য ও ঐতিহ্যমণ্ডিত করতে হলে প্রয়োজন সামষ্টিক চেষ্টা, নগরবাসীদের সৌন্দর্যসচেতনতা। যত্রতত্র অরুচিকর পোস্টার সাঁটানোর বিরুদ্ধে কঠোর আইনি-বিধান ও তার প্রয়োগ। আমরা চাই ঢাকা আবার সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠুক, পরিচ্ছন্ন হোক, অন্তত এক ধাপ এগিয়ে যাক তিলোত্তমা অভিযাত্রায়। ঢাকার পরিবেশ হয়ে উঠুক নাগরিকবান্ধব, পর্যটকবান্ধব।

এ ব্যাপারে রয়েছে সমাজপতি ও নগরবিদদের বিরাট ভূমিকা। তাদের চিন্তাচেতনার বহিঃপ্রকাশ ঘটে শহরের পরিবেশ ও সৌন্দর্যে। ঢাকা শহরকে পোস্টারমুক্ত করতে, সৌন্দর্যের নগরী করতে প্রয়োজন নগরপতিদের কার্যকর ভূমিকা। দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির পরিচায়ক হয়ে উঠুক ঢাকা মহানগরী, এই প্রত্যাশা।

লেখক : অধ্যাপক ও চক্ষুরোগ বিশেষজ্ঞ
Email-shah.b.islam@gmail.com


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত

সকল