১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা পেলেন ক্রিকেটাররা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের স্বাক্ষরিত ব্যাট তুলে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত : বিসিবি -

পাকিস্তানের বিপক্ষে এর আগে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। কয়েক সপ্তাহ আগে রাওয়ালপিন্ডিতে ২-০ ব্যবধানে দারুণ এক জয় পেয়েছে টাইগাররা। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কারও বুঝে পেয়েছেন ক্রিকেটাররা।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে বোনাসের তিন কোটি ২০ লাখ টাকা বুঝে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই বোনাস ক্রিকেটারদের চুক্তি অনুযায়ীই দেয়া হয়েছে বলে জানান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান শান্ত। এ সময় তিনি পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার হিসেবে দেন উপদেষ্টা আসিফ মাহমুদকে। এরপর তিনি জানান, বোনাসের টাকার একটা অংশ ক্রিকেটাররা দেবেন বন্যার্তদের সাহায্যার্থে।
শান্ত বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মতি দিয়েছি একটা অংশ তাদের সাহায্য করার জন্য আমরা দেয়ার চেষ্টা করব। আমি আশা করব দেশের আরো অনেক মানুষ আছে, তাদের যে সক্ষমতা আছে ওই অনুযায়ী পাশে থাকার। ’

 


আরো সংবাদ



premium cement