১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

এবার ফেডারেশন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহতি

-


এক দিন আগেই দেশের ৪২টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের একযোগে অব্যাহতি দেয়া হয়েছিল। এবার অব্যাহতি দেয়া হলো ১৩টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার কমিটিতে থাকা ১৬ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া পরিষদের কোচ ও প্রকৌশলীদের। এসব কর্তাকে কমিটিতে রেখে নানা সুবিধা ভোগ করতেন ফেডারেশনের কর্মকর্তারা। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের সইকরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শরীর গঠন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান এবং সদস্য পদ থেকে ক্রীড়া জগতের সম্পাদক মাহমুদুল হোসেন খান দুলালকে অব্যাহতি দেয়া হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্য পদ থেকে ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক (ক্রীড়া) শাহ আলম সরদারকে, বক্সিং ফেডারেশনের সহসভাপতি পদ থেকে ক্রীড়া পরিষদের সাবেক উপপরিচালক সৈয়দা তাসলিমা আক্তারকে এবং একই ফেডারেশনের সদস্য পদ থেকে কর্মচারী সেলিম মিয়াকে অব্যাহতি দেয়া হয়।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য পদ থেকে সাবেক উপপরিচালক আয়েশা বেগম এবং ক্রীড়া পরিষদের কোচ ও জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরুকে অব্যাহতি দিয়েছে। সাইক্লিং ফেডারেশনের সদস্য পদ থেকে ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (প্রশাসন) মাসুদুর রহমান ও ক্রীড়া পরিষদের কোচ সাহিদুর রহমান, উশু ফেডারেশনের সদস্য পদ থেকে সহকারী পরিচালক (প্রশাসন) নিয়াজুল হাসান খান, ভারোত্তোলন ফেডারেশনের কোষাধ্যক্ষ পদ থেকে কোচ ফারুক আহমেদ সরকার, আরচারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদকের পদ থেকে কোচ কামরুল ইসলাম কিরণকে অব্যাহতি দেয়া হয়েছে।

চুকবল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য পদ থেকে ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী জাহিদ হোসেনকে, জুডো ফেডারেশনের সদস্য পদ থেকে ক্রীড়া পরিষদের ক্রীড়া কর্মকর্তা মাকসুদ উল হক ভূঁইয়া এবং ইয়োগা অ্যাসোসিয়েশন ও আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সদস্য পদ থেকে ক্রীড়া পরিষদ সচিবের একান্ত সহকারী জিল্লুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের সাবেক একান্ত সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাত আরচারি ও ভারোত্তোলন এবং সেপাক টাকরোর বিভিন্ন দায়িত্বে ছিলেন। সম্প্রতি বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসেবে তাকে বদলি করে তিনটি ক্রীড়া ফেডারেশন থেকেই অব্যাহতি দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট

সকল