১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ভারতেও টেস্ট জেতা সম্ভব : ফারুক

বিসিবি সভাপতি ফারুক আহমেদ -


আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ৩টিতে দল জয় পেয়েছে। হেরেছে ৩টিতে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। প্রত্যাশা মাফিক পারফর্ম করে পাকিস্তানের মাঠে বিজয়ের পতাকা উড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারতের মাটিতে। সেখানে দু’টি টেস্ট ও তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজেও ভালো করতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ।
দেশের পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগের সময়েও ক্রিকেটাররা মাঠে নিজেদের শতভাগ নিবেদন দিয়ে পারফর্ম করেছে। সে জন্য খুশি বিসিবি প্রধান, ‘পাকিস্তানে গিয়ে অনুশীলন করাটা কিন্তু সহজ ছিল না। বিশেষ করে ওখানকার কন্ডিশনে। প্রচণ্ড গরম ছিল। যদিও তারা এসব কন্ডিশনে অভ্যস্ত। আমি বলব, এখানেই তারা তাদের পেশাদারিত্ব দেখিয়েছে। সঙ্গে দেশের অবস্থাও ভালো ছিল না। তারা কেবল নিজেদের খেলাটাতেই মনোযোগ দিয়েছিল। ম্যাচ জিততে কখন কি করা লাগবে সেদিকেই তাদের মনোযোগ ছিল।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বিশ্বাস করেন, ছেলেরা ছোট ভুলগুলো এড়াতে পারলে এবং নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারলে ভারতেও টেস্ট ম্যাচ জিততে পারবে। দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে বড় কিছুর আশায় বিসিবি প্রধানের, ‘ভারত শীর্ষ দলগুলোর মধ্যে একটি। সেরাদের বিরুদ্ধে খেলা সহজ নয়। আমাদের খেলোয়াড়রা একটি বড় খেলা জিতেছে এবং তারা বিশ্বাস করে যে তারা বিদেশেও টেস্টে ভালো করতে পারবে। এই মানসিকতা তাদের ভারতে ভালো করতে সহায়তা করবে। তারা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করে এবং সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে ভালো ফল পাওয়া সম্ভব। আশা করব তারা যেন ছোট ভুলগুলো না করে।’
শরিফুল, হাসান, নাহিদ ও তাসকিন ২২ গজে গতি, সুইং, ছন্দ ধরে রেখে পাকিস্তানের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছে। ভারতের উইকেটও পেস বান্ধব। সেখানেও পেসাররা ভালো করবে এমনটাই প্রত্যাশা ফারুকের, ‘এখন ভারতীয় উইকেটও পেসারদের সহায়তা করছে। আগে শুধু স্পিনারদের সাহায্য করার জন্য ব্যবহার করা হতো। এখন কয়েকটি বাউন্সি ও সবুজ উইকেট রয়েছে।’

বাংলাদেশকে হালকাভাবে দেখার সুযোগ নেই : পান্ত
লম্বা সময় ধরেই বাজে ক্রিকেট খেলছে পাকিস্তান। দুই টেস্টের সিরিজ খেলতে গিয়ে সেটারই সুবিধা নিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলের দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজরা। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে এখন অন্যভাবে দেখা হবে। এই পরিচালক এমনটাও বলে রেখেছিলেন, ভারতও বাংলাদেশকে এখন হালকাভাবে নেবে না। সব কিছু ঠিক থাকলে ১৪ আগস্ট ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। দুই টেস্টের সঙ্গে ভারত সফরে টাইগাররা খেলবে তিনটা টি-২০। পাকিস্তানে সাফল্য পাওয়ায় ভারতও বাংলাদেশকে বিবেচনায় নিচ্ছে ভালোভাবেই। রিশাভ পান্ত তো জানিয়েই দিলেন, ‘বাংলাদেশকে হালকাভাবে দেখার সুযোগ নেই।’

রিশাভ পান্ত জানালেন এশিয়ার দল হিসেবে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা উপমহাদেশে ভালো ক্রিকেট খেলে। কারণ তারা উইকেট সম্পর্কে অবগত। ভারতীয় ক্রিকেট দল হিসেবে আমাদের মান ও উন্নতির দিকেই দৃষ্টি রাখছি। প্রতিপক্ষ বিবেচনায় আমরা একই ইন্টেনসিটি নিয়ে খেলি এবং সবাই প্রতিদিন নিজেদের শতভাগ দেয়ার চেষ্টা করি।’
সেই সঙ্গে খানিকটা চাপও আছে বলে স্বীকার করেছেন পান্ত। ‘হ্যাঁ, একটা চাপ তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কোনো সিরিজকেই হালকাভাবে নিতে পারবেন না। জয় কিংবা হারের ব্যবধানে এসব সিরিজে খুবই ছোট থাকে, উভয় দলই প্রায় সমান সামর্থ্য নিয়ে নামে। বিশেষ করে এখনকার সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্যও থাকে না। যে কারণে বাংলাদেশের বিপক্ষেও সতর্ক থাকব।’

বরিচন্দ্রন অশ্বিন
ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বাংলাদেশের প্রশংসা করেছেন। বাংলাদেশ দল হিসেবে অনেক দূর এগিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে পাকিস্তানের ইতিহাস এবং লিগ্যাসি বিবেচনায় এমন হারে হতাশা প্রকাশ করেছেন। এত এত কিংবদন্তি ক্রিকেটারের দেশ পাকিস্তান ঘরের মাঠে এরকম ভোতা হয়ে গেল কেন, তা ভেবে পাচ্ছেন না ভারতের এই অফ স্পিনার।
নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে অশ্বিন বলেন, ‘কী দারুণ জয় বাংলাদেশের। তবে পাকিস্তানের জন্য হতাশার। ১০০০ দিনের চেয়েও বেশি হয়ে গেল পাকিস্তান ঘরের মাঠে জিততে পারছে না। তাদের সমর্থকরা অনেক প্যাশনেট।’
পাকিস্তানের পরাজয়ে হতাশ অশ্বিন, ‘ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইমরান খান, ইনজামাম-উল-হক, সেলিম মালিক, ইজাজ আহমেদ, আমির সোহেল, সাঈদ আনোয়ার... এই তালিকা কেবল লম্বাই হতে থাকে। তবে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। গত বছর যখন বাংলাদেশ সফরে গেলাম, টের পেয়েছিলাম তারা ভালো টেস্ট দল। তাদের অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার রয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ এবং তাদের যথেষ্ট তরুণ প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে।’

 


আরো সংবাদ



premium cement
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু

সকল