১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ভুটান ট্র্যাজেডি এবং মালির কোচ সেইন্টফিট

-

অটো ফিস্টারের পর বাংলাদেশ দলের হাই প্রোফাইলের কোচ হলেন টম সেইন্টফিট। এই বেলজিয়ান কোচ অবশ্য বাংলাদেশ জাতীয় দলকে কিছুই দিতে পারেননি। ফিফা প্রীতিম্যাচে মালদ্বীপে গিয়ে ০-৫ গোলে হেরে আসা এবং ভুটানের কাছে থিম্পুর মাঠে এশিয়ান কাপ বাছাই প্লে-অফে ১-৩ গোলে বিধ্বস্ত হওয়া। এরপরই তাকে আর রাখেন বাফুফে। ২০১৬ সালে কয়েক মাসের জন্য বাংলাদেশে কাজ করে তিন ম্যাচে দুই বড় হার এবং এক ড্র (ভুটানের সাথে হোমে গোলশূন্যতে) নিয়ে বিদায় নিতে হয় তাকে। ভুটানের কাছে সেই হারের পর বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভ এখনো চলে। তবে গত আট বছরে সেইন্টফিট পাঁচটি জাতীয় দল বদল করেছেন। আর বাংলাদেশও অবশেষে ভুটানের মাঠে তাদের কাছে হারের বদলা নিতে পেরেছে। পরশু থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে শেখ মোরসালিনের গোলে ১-০তে জয় ফিফা প্রীতিম্যাচে।

অন্য সেইন্টফিটও একই দিন নতুন জাতীয় দলের দায়িত্ব নিলেন। এশিয়ার দেশে ফিলিপাইনের হেড কোচের চাকরি ছেড়ে ফিরে গেছেন প্রিয় কর্মস্থান আফ্রিকান মহাদেশে। হেড কোচ হয়েছেন মালির। এর আগে আফ্রিকা মহাদেশের দল নামিবিয়া, জাম্বিয়া, ইথিওপিয়া, মালাউই, টোগো, ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ টোবাগো, ইউরোপের দেশ মাল্টা হয়ে এরপর দায়িত্ব নেন আফ্রিকান দল গাম্বিয়ার। এই দুর্বল গাম্বিয়া আফ্রিকান কাপ অব নেশনসে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে। সাত বছর এই দেশের দায়িত্ব পালন করেন চলে যান ফিলিপাইনে। তবে মারদেকা কাপের আগেই ফিলিপাইনের চাকরি এখন তিনি মালির কোচ। বর্তমানে মালির ফিফা র্যাংকিং ৫৩। ২০১২-১৩ সিজনে টম সেইন্টফিট এশিয়ার দেশ ইয়েমেনের কোচ ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
লস অ্যাঞ্জেলেসে দাবানল : বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়া-তারেকসহ সবাই খালাস টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং কাতার বলছে ইসরাইল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে একাধিক রিসোর্ট পুড়ে ছাই ছাগলকাণ্ড : অবশেষে মতিউর ও স্ত্রী লাকি গ্রেফতার আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন দুই কক্ষ, পাঁচ শতাধিক আসন, নারী আসনেও ভোট

সকল