১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভুটান ট্র্যাজেডি এবং মালির কোচ সেইন্টফিট

-

অটো ফিস্টারের পর বাংলাদেশ দলের হাই প্রোফাইলের কোচ হলেন টম সেইন্টফিট। এই বেলজিয়ান কোচ অবশ্য বাংলাদেশ জাতীয় দলকে কিছুই দিতে পারেননি। ফিফা প্রীতিম্যাচে মালদ্বীপে গিয়ে ০-৫ গোলে হেরে আসা এবং ভুটানের কাছে থিম্পুর মাঠে এশিয়ান কাপ বাছাই প্লে-অফে ১-৩ গোলে বিধ্বস্ত হওয়া। এরপরই তাকে আর রাখেন বাফুফে। ২০১৬ সালে কয়েক মাসের জন্য বাংলাদেশে কাজ করে তিন ম্যাচে দুই বড় হার এবং এক ড্র (ভুটানের সাথে হোমে গোলশূন্যতে) নিয়ে বিদায় নিতে হয় তাকে। ভুটানের কাছে সেই হারের পর বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভ এখনো চলে। তবে গত আট বছরে সেইন্টফিট পাঁচটি জাতীয় দল বদল করেছেন। আর বাংলাদেশও অবশেষে ভুটানের মাঠে তাদের কাছে হারের বদলা নিতে পেরেছে। পরশু থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে শেখ মোরসালিনের গোলে ১-০তে জয় ফিফা প্রীতিম্যাচে।

অন্য সেইন্টফিটও একই দিন নতুন জাতীয় দলের দায়িত্ব নিলেন। এশিয়ার দেশে ফিলিপাইনের হেড কোচের চাকরি ছেড়ে ফিরে গেছেন প্রিয় কর্মস্থান আফ্রিকান মহাদেশে। হেড কোচ হয়েছেন মালির। এর আগে আফ্রিকা মহাদেশের দল নামিবিয়া, জাম্বিয়া, ইথিওপিয়া, মালাউই, টোগো, ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ টোবাগো, ইউরোপের দেশ মাল্টা হয়ে এরপর দায়িত্ব নেন আফ্রিকান দল গাম্বিয়ার। এই দুর্বল গাম্বিয়া আফ্রিকান কাপ অব নেশনসে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে। সাত বছর এই দেশের দায়িত্ব পালন করেন চলে যান ফিলিপাইনে। তবে মারদেকা কাপের আগেই ফিলিপাইনের চাকরি এখন তিনি মালির কোচ। বর্তমানে মালির ফিফা র্যাংকিং ৫৩। ২০১২-১৩ সিজনে টম সেইন্টফিট এশিয়ার দেশ ইয়েমেনের কোচ ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের শহীদ পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

সকল