০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জয়ে শুরু ব্রাজিল-স্পেনের

-

প্যারিস অলিম্পিক নেই গত দুই আসরে স্বর্ণজয়ী ব্রাজিল পুরুষ ফুটবল দল। সেলেকাওদের পুরুষ দল না থাকলেও ঠিকই আছে মহিলার। সেই দলে রয়েছেন মহিলা ফুটবলের কিংবদন্তি তারকা মার্তা। চলতে আসরে গ্রুপ ‘সি’তে জয় দিয়েই শুভ সূচনা করেছে মার্তার ব্রাজিল।
মহিলা ফুটবলের অন্যতম শক্তিশালী দল নাইজেরিয়াকে গতকাল ১-০ গোলে হারিয়েছে তারা। জয়সূচক একমাত্র গোলটি করেন গ্যাবি নানেজ। এদিন জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন মহিলা দল।
ছেলেদের ফুটবলে ৫ গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলেও স্পেনের কাছে হেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। একই গ্রুপের ম্যাচে ১৩ মিনিটে অবশ্য ফুজিনোর গোলে এগিয়ে যায় জাপান। গোল হজম করে জ্বলে ওঠে স্প্যানিশরা। ২২ মিনিটে আইতানা বোনমাতির গোলে ১-১-এ সমতায় ফেরে স্পেন। আর ম্যাচের ৭৪ মিনিটে জয়সূচক গোলটি করেন কালদেন্তি।

মহিলা ফুটবলে সবচেয়ে শক্তিশালী দল যুক্তরাষ্ট্র ‘বি’ গ্রুপে ৩-০ গোলে হারিয়েছে জাম্বিয়াকে। ১৭ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে গোলের সূচনা করেন ট্রিনিটি রডম্যান। ২৪ ও ২৫ মিনিটে জোড়া গোল করেন মালোরি সোয়ানসন। একই গ্রুপে শক্তিশালী জার্মানি ৩-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। গোল করেন হেগেরিং, স্কুলার ও ব্র্যান্ড। ‘এ’ গ্রুপে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক ফ্রান্স। কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ফ্রান্সের হয়ে দু’টি গোল করেন কাটোটো মারি-এন্টোইনেট, অপর গোলদাতা ডালি কেনজা। কলম্বিয়ার হয়ে গোল করে পাভি ম্যানুয়েলা ও ইউএসএমই ক্যাটালিনা।
এদিকে পুরুষ ফুটবলে আজ লিঁওতে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে মাসকেরানোর দলের জন্য গ্রুপ পর্বে নিজেদের শেষ দু’টি ম্যাচই জেতা গুরুত্বপূর্ণ। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ডোমেনিকানা রিপাবলিকের প্রতিপক্ষ স্পেন। ইউক্রেনের বিপক্ষে খেলবে মরক্কো। উজবেকিস্তান মোকাবেলা করবে মিশরকে। প্যারাগুয়ের সামনে ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মালের বিপক্ষে মাঠে নামবে জাপান। শক্তিশালী ফ্রান্সের মোকাবেলা করবে গিনি।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা না দেয়া ডাক্তারদের সনদ বাতিলের দাবি ড্যাবের

সকল