১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জয়ে শুরু ব্রাজিল-স্পেনের

-

প্যারিস অলিম্পিক নেই গত দুই আসরে স্বর্ণজয়ী ব্রাজিল পুরুষ ফুটবল দল। সেলেকাওদের পুরুষ দল না থাকলেও ঠিকই আছে মহিলার। সেই দলে রয়েছেন মহিলা ফুটবলের কিংবদন্তি তারকা মার্তা। চলতে আসরে গ্রুপ ‘সি’তে জয় দিয়েই শুভ সূচনা করেছে মার্তার ব্রাজিল।
মহিলা ফুটবলের অন্যতম শক্তিশালী দল নাইজেরিয়াকে গতকাল ১-০ গোলে হারিয়েছে তারা। জয়সূচক একমাত্র গোলটি করেন গ্যাবি নানেজ। এদিন জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন মহিলা দল।
ছেলেদের ফুটবলে ৫ গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলেও স্পেনের কাছে হেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। একই গ্রুপের ম্যাচে ১৩ মিনিটে অবশ্য ফুজিনোর গোলে এগিয়ে যায় জাপান। গোল হজম করে জ্বলে ওঠে স্প্যানিশরা। ২২ মিনিটে আইতানা বোনমাতির গোলে ১-১-এ সমতায় ফেরে স্পেন। আর ম্যাচের ৭৪ মিনিটে জয়সূচক গোলটি করেন কালদেন্তি।

মহিলা ফুটবলে সবচেয়ে শক্তিশালী দল যুক্তরাষ্ট্র ‘বি’ গ্রুপে ৩-০ গোলে হারিয়েছে জাম্বিয়াকে। ১৭ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে গোলের সূচনা করেন ট্রিনিটি রডম্যান। ২৪ ও ২৫ মিনিটে জোড়া গোল করেন মালোরি সোয়ানসন। একই গ্রুপে শক্তিশালী জার্মানি ৩-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। গোল করেন হেগেরিং, স্কুলার ও ব্র্যান্ড। ‘এ’ গ্রুপে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক ফ্রান্স। কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ফ্রান্সের হয়ে দু’টি গোল করেন কাটোটো মারি-এন্টোইনেট, অপর গোলদাতা ডালি কেনজা। কলম্বিয়ার হয়ে গোল করে পাভি ম্যানুয়েলা ও ইউএসএমই ক্যাটালিনা।
এদিকে পুরুষ ফুটবলে আজ লিঁওতে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে মাসকেরানোর দলের জন্য গ্রুপ পর্বে নিজেদের শেষ দু’টি ম্যাচই জেতা গুরুত্বপূর্ণ। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ডোমেনিকানা রিপাবলিকের প্রতিপক্ষ স্পেন। ইউক্রেনের বিপক্ষে খেলবে মরক্কো। উজবেকিস্তান মোকাবেলা করবে মিশরকে। প্যারাগুয়ের সামনে ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মালের বিপক্ষে মাঠে নামবে জাপান। শক্তিশালী ফ্রান্সের মোকাবেলা করবে গিনি।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল