১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গোলের দুই ঘণ্টা পর আর্জেন্টিনার হার

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন আর্জেন্টিনার ফুটবলাররা : ইন্টারনেট -

প্যারিস অলিম্পিকসের ফুটবলের প্রথম দিনে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কাতার বিশ্বকাপের চমক জাগানো দল মরক্কো। ৯০ মিনিট শেষে আর্জেন্টিনা পিছিয়ে ছিল ২-১ গোলে। এ দিন নির্ধারিত সময় শেষে যোগ করা হয় আরো ১৫ মিনিট। সেই সময়ও পেরিয়ে ১৬তম মিনিটে মরক্কোর জালে বল পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিশ্চিয়ান মেদিনা। এক সময় মনে হচ্ছিল, ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।
আর্জেন্টিনার গোলের পর যখন উদযাপনে মাতোয়ারা ফুটবলাররা, তখনই গ্যালারি থেকে তাদের দিকে কাপ ও বোতলসহ নানা কিছু ছুড়ে মারতে থাকেন দর্শকদের একটি অংশ। মাঠেও ঢুকে যান বেশ কিছু দর্শক। সেই সময় একদিকে রেফারি মাঠের বাইরে নিয়ে যান ফুটবলারদের, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমে পড়ে পুলিশ। ঘণ্টা দুয়েক পর আবার ম্যাচ শুরু হয়। তখন ভিএআর দেখে মেদিনার করা গোলটি বাতিল করা হয়। এই পর্যায়ে ৩ মিনিট ১৫ সেকেন্ড খেলা হওয়ার পর ম্যাচের ইতি টানেন রেফারি। ২-১-এ পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে স্টেডিয়ামে ফরাসি দর্শকদের বিশৃঙ্খলা ও গোল বাতিলের ঘটনাকে ‘জীবনের সবচেয়ে বড় সার্কাস’ বলেছেন দলটির কোচ হাভিয়ের মাসকেরানো। আর্জেন্টিনা শিবিরও রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ। মাসকেরানো, ‘এমন ফলাফল কল্পনাই করতে পারিনি। নিজে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। কিন্তু অলিম্পিকে এ ধরনের তামাশা এই প্রথম দেখলাম। দুই ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পরে এমন একটা সিদ্ধান্তের শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবিনি।’
অলিম্পিক ফুটবল দলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের খেলোয়াড়রাও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ইনস্টাগ্রামে লিখেন, ‘ইনসোলিতো’ বাংলায় যার অর্থ ‘অবিশ্বাস্য’। একটি বিস্ময়ের ইমোজিও সাথে ছিল। রদ্রিগো ডি পল লিখেছেন, ‘যেকোনো সময়ের চেয়ে আরো বেশি তোমাদের পাশে আছি। তোমরা সবাইকে হারাতে পার।’ তালিয়াফিকো প্রতিক্রিয়ায় লিখেন, ‘সার্কাস ছাড়ুন’।
১৬ দলের আসরে চার গ্রুপ থেকে দু’টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। প্রথম দিনে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনকে ২-১ গোলে হারায় ইরাক, ‘এ’ গ্রুপে গিনিকে ২-১-এ হারিয়েছে নিউজিল্যান্ড, ফ্রান্সের ৩-০ গোলে জয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ‘সি’ গ্রুপে উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে স্পেন, গোলশূন্য ড্র মিসর ও ডমিনিকান রিপাবলিকের ম্যাচ। ‘ডি’ গ্রুপে প্যারাগুয়েকে ৫-০ গোলে বিধ্বস্ত করে জাপান, ইসরাইলের সাথে ১-১ গোলে ড্র করে মালি।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল