১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রেকর্ড ডাকছে আর্জেন্টিনাকে

-

ফুটবলের ১২০ গজ হাজারও রেকর্ডের জন্ম দিয়েছে। তবে এমন কিছু রেকর্ডও আছে, যেখানে জায়গা হয়নি কোনো কিংবদন্তির নাম। ফুটবল ইতিহাসে নতুন মাইলফলকের সামনেই দাঁড়িয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ১৫ জুলাই শিরোপার লড়াইয়ে কলম্বিয়াকে হারালেই অন্য এক রেকর্ড গড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি গড়তে পারেনি লাতিনের কালজয়ী কোনো দল। এমনকি ইউরোপের সর্বকালের সেরা দলগুলোও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো টানা জয় করেছিল দেশটি।
এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ। ২০২১ সালে কোপা আমেরিকা আর ২০২২ সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুরেছে লিওনেল মেসিরা। এবার বাকি ২০২৪ সালের কোপা আমেরিকা। স্বপ্নের এই ট্রেবলের চক্র পূরণ করতে আর্জেন্টিনার দরকার আরেকটি জয়।
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আরো একটি রেকর্ডের মালিক হবে। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টিনা ২৯ বার ফাইনালে উঠে এই সাফল্য পায়। সেই তুলনায় এগিয়ে উরুগুয়ে। তাদের ফাইনালের ম্যাচে জয়ের বেকর্ড বেশি। উরুগুয়ে ২১ বার ফাইনালে উঠে ট্রফি নিয়ে উৎসব করেছে ১৫ বার। এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারলে রেকর্ড ১৬ বারের মতো শ্রেষ্ঠত্ব পাবে। পেছনে ফেলবে প্রতিদ্বন্দ্বী উরুগুয়েকে। উল্লেখ্য, ব্রাজিলের সাথে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী শব্দটা যোগ হওয়ার আগে উরুগুয়েই ছিল আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী। কোপায় ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এ ছাড়া প্যারাগুয়ে, চিলি ও পেরু একবার করে শিরোপা জিতেছে। কলম্বিয়া ও বলিভিয়ার ঘরে একবার করে ট্রফি গেছে।
সোমবার ভোরে মেসিদের শিরোপা উল্লাস টানা চার শিরোপা জমা করবে তাদের নামের পাশে। সর্বশেষ কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা কোপা ফিনালেসিমাতে ইতালিতে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর বিশ্বকাপ জয়। মানে লিওনেল স্কালোনির দলের হাতে এখন তিনটি ট্রফি।
টানা দুই কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব একাধিকবার আর্জেন্টিনার আছে। ১৯১৬ সালে প্রথমবারের মতো যাত্রা শুরু এই আসরের। আর্জেন্টিনার দখলে এই আসরের শিরোপা আসে ১৯২১ সালে। এরপর ১৯৪৫ ও ১৯৪৬ সালে এবং ১৯৯১ ও ১৯৯৩ সালে পরপর চ্যাম্পিয়ন তারা। এবার যুক্তরাষ্ট্রের মাঠে সাফল্য ধরা দিলে তৃতীয়বারের মতো টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পারবে।
আর্জন্টিনার কোচ স্কালোনি আগেই পেছনে ফেলেছেন তার দেশের দুই বিশ্বকাপ জয়ী কোচ লুইস সিজার মেনোত্তি ও কার্লোস বিলার্দোকে। মেনোত্তি ও বিলার্দো বিশ্বকাপ জিতলেও কখনই দলকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করাতে পারেননি। প্রথম আর্জেন্টাইন কোচ হিসেবে এই দুই ট্রফি জয় করেন স্কালোনি। এবার আর্জেন্টিনা শিরোপা জিতলে আরো এগিয়ে যাবেন তিনি।


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল