০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬
`

সর্বোচ্চ গোলদাতা থামলেন শূন্যতে

-

ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে কখনো ইউরোপ, কখনো স্পেন, কখনো বা পর্তুগালের জার্সি গায়ে ছুটে চলা। দীর্ঘ এই ক্যারিয়ারে নানা চড়াই উতরায়ের মধ্য দিয়ে কাটিয়েছেন এই গোল মেশিন। তবে নিজের ক্যারিয়ারের শেষ সময়ে এসে বিদায়টা এমন বিষাদময় হবে এটা হয়তো জানা ছিল না। নিজের ক্যারিয়ার যে শেষের পথে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতোমধ্যে নিজের শেষ ইউরো ম্যাচও খেলে ফেললেন। টাইব্রেকারে ফ্রান্সের কাছে হেরে চলমান মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। তার পর থেকেই আলোচনা হচ্ছে এটাই জাতীয় দলে রোনালদোর শেষ ম্যাচ কি না। যা নিয়ে কথা বললেও, স্পষ্ট করে কিছু জানাতে পারেননি পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ।
ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারের পর্তুগালের হারের পরই এই প্রশ্ন উঠল সবার আগে। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কি দেশের জার্সিতে এটাই শেষ ম্যাচ? জানতে চাওয়া হলো কোচ রবার্তো মার্তিনেজের কাছেও। তার কথায় রয়ে গেল রহস্য। পর্তুগাল ছিটকে যাওয়ার পর গণমাধ্যমের এমন প্রশ্ন এড়িয়ে যান কোচ মার্তিনেজ, ‘মাত্রই খেলা শেষ হলো, এটা নিয়ে এখনই কথা বলা তাড়াতাড়ি হয়ে যায়। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’
একই প্রশ্ন গিয়েছিল পর্তুগিজ ডিফেন্ডার পেপের কাছেও। তিনিও নিজের শেষ ইউরো খেলেছেন, এবারের আসর খেলতে নেমেই তিনি সর্বোচ্চ বয়সী হিসেবে রেকর্ড গড়েছিলেন। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ৪১ বছর বয়সী পেপে বলেন, ‘ভবিষ্যতে এটা নিয়ে কথা বলা যাবে। এখন কথা বলতে চাই না। কারণ, লোকজন প্রক্রিয়া ভুলে আগামীকাল হয়তো আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে।’

এবার ইউরোতে সিআরসেভেন নিজের ছায়া হয়েছিলেন ৩৯ পেরুনো ফুটবল ইতিহাসের অন্যতম সেরাদের একজন। পাঁচ ম্যাচে ১০ শট নিয়েও কোনো গোল করতে পারেননি। অথচ ইউরোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০০৪ থেকে টানা ছয় আসর খেলে রোনালদোর গোল ১৪টি। অথচ ১০টিও নেই অন্যদের। আন্তর্জাতিক ফুটবলে ২১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৩০ গোলের মালিক এবার হাতছাড়া করেছেন অনেক সহজ সুযোগ। স্বাভাবিকভাবেই তার বিদায়ের প্রশ্নই উঠবে। ইউরোতে ২০১২ ও ২০২০ সালে সর্বোচ্চ গোলদাতা হন রোনালদো। ২০১৬ সালে পর্তুগালকে শিরোপা পাইয়ে পান সিলভার বুট।
৪১ বছর বয়সী এই তারকা ষষ্ঠবারের মতো ইউরো খেলতে নেমে বলেছিলেন, ‘কোনো সন্দেহ নেই অবশ্যই এটাই শেষ ইউরো। তবে আবেগ ছুঁয়ে যাচ্ছে না। ফুটবলের সবকিছুই আমাকে প্রভাবিত করে। খেলাটির প্রতি এখনো আমার যে উৎসাহ, দর্শকের আগ্রহ, পরিবারকে পাওয়া, লোকজনের ভালোবাসা...ব্যাপারটা আসলে ফুটবলবিশ্ব ছেড়ে যাওয়া নয়। আমার জেতার বা করার জন্য আর কি-ই-বা বাকি আছে?’
আন্তর্জাতিক ফুটবলে এটা শেষ ম্যাচ না হলেও এটা যে শেষ ইউরো তা অবশ্য রোনালদো নিজেই নিশ্চিত করেছেন, ‘কোনো সন্দেহ নেই- এটাই আমার শেষ ইউরো। ফুটবলের সব আমাকে প্রভাবিত করে। এখনো নিজের উৎসাহ, দর্শকদের আগ্রহ আমাকে টানে।’
২০২৬ বিশ্বকাপের সময় রোনালদোর বয়স হবে ৪১। তার যে ফিটনেস তাতে সেই বিশ্বকাপ খেলতেও পারেন তিনি। তবে গোধূলি লগ্ন পারফরম্যান্স তলানিতে চলে যাওয়ায় আর ক্যারিয়ার টেনে নেয়া ঠিক হবে কি না এটিই বড় প্রশ্ন কোটি কোটি ভক্তদের তরে।

 


আরো সংবাদ



premium cement
ইফা সংস্কারের দাবি লেখক-অ্যাক্টিভিস্ট ফোরামের ‘ইসলামিক ফাউন্ডেশনে ফ্যাসিবাদী সরকারের অনিয়মকে নির্মূল করতে হবে’ রংপুরে মুক্তিযোদ্ধার নাতির ভুয়া পরিচয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় রুকনদের কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হতে হবে : ইজ্জতউল্লাহ তেঁতুলিয়ার দেবনগর থেকে অজগর সাপ উদ্ধার ফরিদপুরেও শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোঁর সাবেক মন্ত্রী মান্নান কারাগারে অসুস্থ : সিলেটে স্থানান্তর মামলা হলেই গ্রেফতার নয়, তদন্তে দোষী হলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা মিরসরাইয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু আমাদের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত : শিক্ষা উপদেষ্টা

সকল