শরিফুলদের বিপক্ষে রোমাঞ্চকর জয় তাসকিনদের
- ক্রীড়া ডেস্ক
- ০৭ জুলাই ২০২৪, ০২:১২
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথমবারের মতো খেলতে নেমে বল হাতে ভালোই করলেন তাসকিন আহমেদ। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের জয়ে রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার প্রতিপক্ষ হিসেবে খেলতে নেমে হারের তেতো স্বাদ পাওয়া শরিফুল ইসলাম দুই উইকেট নিলেও ছিলেন খরুচে। শেষ ওভারের রোমাঞ্চে গতকাল ক্যান্ডি ফ্যালকন্সকে ২ রানে হারায় কলম্বো। আগে ব্যাট করে ডাম্বুলায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় পুঁজি পায় কলম্বো স্ট্রাইকার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৯৭ রানেই থেকে যায় ক্যান্ডি ফ্যালকন্স।
ইনিংসের শেষ ওভারে ফ্যালকন্সের প্রয়োজন ছিল ২০ রান। প্রথম বলে উইকেট হারায় ক্যান্ডি। পরের বলে সিঙ্গেল। পরের তিন বলে থিসারা পেরেরাকে দুই ছক্কা ও এক চার মারেন ম্যাথুজ। শেষ বলে ৩ রানে লক্ষ্যে সরাসরি বোলারের হাতে মেরে রান নেয়ার চেষ্টায় রান আউট হন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা