০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বিশ্বকাপ ব্যর্থতা ও কোচ নিয়ে আলোচনা আজ

-

বিসিবি পরিচালক বোর্ড সভায় সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে বিশদ আলোচনা করা হবে। এ ছাড়াও পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি এবং অক্টোবরে দেশের মাটিতে অনুষ্ঠেয় নারী টি-২০ বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আগামীকাল (আজ) বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অগ্রগতি আলোচ্য সূচিতে আছে। সাধারণত দল যখন আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্টে অংশ নেয়, তখন তাদের পারফরম্যান্স নিয়ে বৈঠকে আলোচনা হয়। তাই জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। এ ছাড়া আর্থিক বিষয় নিয়েও আলোচনা হবে।’
সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে তিনটি ম্যাচে জয় পায় বাংলাদেশ। পরিসংখ্যান অনুসারে, এটি টাইগারদের সবচেয়ে সফল আসর হিসেবে বিবেচিত। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর গ্রুপ পর্বে দুই সহযোগী দেশ- নেদারল্যান্ডস ও নেপালকে হারায় টাইগাররা। ২০০৭ সালে প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর দ্বিতীয় বড় দেশ হিসেবে শ্রীলঙ্কাকে হারানোর নজির গড়ে বাংলাদেশ। ২০০৭ সালের পর প্রথমবারের মতো এবারের আসরে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করলেও সুপার এইটে তিন ম্যাচের সবগুলোতেই হারে টাইগাররা। ভারত ও অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করলেও, আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের টিকিট হাতছাড়া করে টাইগাররা।

বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশের খেলার কৌশল দেশের ভেতর-বাইরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ক্রিকেট ভক্ত ছাড়াও সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞরাও সমালোচনা করেছেন বাংলাদেশ দলের কৌশলের। এ দিকে বিশ্বকাপে বাংলাদেশের তিন জয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জাতীয় দলের প্রশংসা করলেও, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কৌশলের সমালোচনা করেন পরিচালক খালেদ মাহমুদ সুজন। তাই কোচের সাথে দীর্ঘ আলোচনা করে জাতীয় দলের ভালো পারফরম্যান্সের প্রত্যাশা সবার।
বিশ্বকাপ শেষ হওয়ার পরও দলের পারফরম্যান্স নিয়ে এখনো কথা বলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ব্যর্থতার পর তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। কিন্তু এখনো সেই তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখেনি।
এ দিকে কোচ একটা বড় ফ্যাক্টর। আজকের সভায় জাতীয় দলের কোচ নিয়েও কথা উঠবে। জাতীয় দলের কোচিং স্টাফ তথা টিম ম্যানেজমেন্টের পারফরম্যান্সে অনেকেই নাখোশ। পরিচালকদের অনেকেই চান টিম ম্যানেজমেন্টকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে। তারা মনে করেন, কোচ ও অধিনায়ককে নিয়ে দলের সামগ্রিক পারফরম্যান্স ও ফলাফল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ শোনা উচিত। পরিচালকদের একটা বড় অংশ ভিনদেশী কোচিং স্টাফ নিয়ে নতুন সিদ্ধান্ত নেয়ার দাবিতে সোচ্চার। কোটি কোটি টাকা বেতন নিয়ে ওই সব বিদেশী কোচরা মূলত জাতীয় দলের উন্নতি করতে পারছেন না। আজ এ বিষয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত নেয়ায় জোর তাদের।
অনেক পরিচালকই চাচ্ছেন বাংলাদেশের কোন প্রতিষ্ঠিত কোচকে জাতীয় দল পরিচালনার দায়িত্ব দেয়া হোক। পছন্দের তালিকায় আছেন খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিন। দেশের কোচরা বিপিএলে হেড কোচের দায়িত্ব পালন করেন এবং তাদের অধীনে অনেক বড় ও বিশ্বমানের তারকারাও খেলেন। তাহলে জাতীয় দলকে কেন নয়।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল