১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিমানবন্দরে ৬ ঘণ্টা আটকা দক্ষিণ আফ্রিকা

-

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত চলতি টি-২০ বিশ্বকাপে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল দলগুলো। সবশেষ বার্বাডোজে গ্র্যান্টলি অ্যাডামস বিমানবন্দরে একটি ছোট ব্যক্তিগত বিমানের অবতরণে সমস্যার কারণে ত্রিনিদাদ বিমানবন্দরে আটকা পড়তে হলো দক্ষিণ আফ্রিকার দলকে।
টি-২০ বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজে। প্রথমবার ফাইনালে উঠে ত্রিনিদাদ থেকে সেখানে যাওয়ার সময় এই বিপাকে পড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। শুধু তারাই নয়, তাদের পরিবারও আটকা ছিলেন ছয় ঘণ্টার মতো, সাথে ছিলেন ম্যাচ রেফারি, আম্পায়াররাও। বিমান ছাড়তে দেরি হওয়ায় সবাই টার্মিনালে অপেক্ষা করতে থাকেন। নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে বার্বাজোডে পৌঁছান সবাই।
জানা যায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের আগে ভালোভাবে ঘুমাতে পারেনি আফগানিস্তান ক্রিকেট দল। বিমান সমস্যায় ৪ ঘণ্টা দেরি হয়েছিল তাদের। যার প্রভাব ছিল আফগানদের খেলায়।
এবারের বিশ্বকাপে এর আগেও বিমানবিভ্রাট হয়েছে। আফগানিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডকে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় সারা রাত বিমানবন্দরে বসে থাকতে হয়েছিল।


আরো সংবাদ



premium cement