১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিচের সমালোচনায় আফগান কোচ

হারের পর হতাশ আফগান কোচ জনাথন ট্রট ও রশিদ খান : ক্রিকইনফো -

টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই পিচ নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের লো স্কোরিং উইকেটে নাভিশ্বাস উঠেছে ব্যাটারদের। যুক্তরাষ্ট্রের নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড রীতিমতো ব্যাটারদের বধ্যভূমি হিসেবে হাজির হয়েছিল। একই লেংথের বল কোনোটা ব্যাটারের বুক বরাবর উঠে এসেছিল আবার কোনোটা ছিল হাঁটুর নিচে। কোনো কোনো বলে ব্যাটার আঘাত পেয়েছেন হেলমেটে। আবার কেউ বুড়ো আঙুলেও চোট পেয়েছেন। সেই দুর্দশা পিছু ছাড়েনি ওয়েস্ট ইন্ডিজেও।
সুপার এইট ও নক আউট পর্বের ম্যাচগুলো ক্যাবিবীয় দীপপুঞ্জে অনুষ্ঠিত হওয়ায় বড় রানের আশায় ছিলেন দর্শকরা। সেই আশাতেও গুড়েবালি। সুপার এইট পর্বেও বেশ কয়েকটি ম্যাচ হয়েছে লো স্কোরিং। সেমিফাইনালেও বাজে উইকেটে খেলতে হয়েছে আফগানিস্তানকে। ম্যাচ শেষে পিচ নিয়ে সমালোচনা করেছেন দলটির প্রধান কোচ জনাথন ট্রটও। সরাসরি বলে দিয়েছেন, এমন পিচে সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা উচিত হয়নি। এটাকে অজুহাত না বানাতে না চাইলেও সমালোচনা করতে ছাড়েননি আফগান প্রধান কোচ। তিনি বলেছেন, ‘আমি নিজেকে বিপদে ফেলতে চাই না। ‘আঙুর ফল টক’ এই ধরনের কোনো অনুভূতিও ছড়িয়ে দিতে চাই না। তবে ব্যাপারটি হলো- এই ধরনের পিচে বিশ্বকাপের সেমি-ফাইনাল ম্যাচ কাম্য নয়, প্লেইন অ্যান্ড সিম্পল। লড়াইটা ন্যায্য হওয়া উচিত।’
আফগানদের ওপর এদিন ছড়ি ঘুরিয়েছেন প্রোটিয়া পেসাররাই। মার্কো জানসেন, কাগিসো রাবাদা ও অ্যানরিখ নরকিয়া মিলেই নিয়েছেন সাত উইকেট। বাকি তিনটি উইকেট নিয়েছেন স্পিনার তাবরাইজ শামসি। একদম ব্যাটিং উইকেট কাম্য না হলেও ব্যাটাররা যেন নিজেদের স্কিল দেখানোর সুযোগ পান এমন উইকেটের আশায় ছিলেন ট্রট।
উইকেটের সমালোচনা করে তিনি আরো বলেছেন, ‘এমন বলছি না যে, পিচে কোনো স্পিন ধরবে না বা সিম মুভমেন্ট থাকবে না। তবে ফরোয়ার্ড খেলতে গেলে ব্যাটসম্যানরা ভয়ে থাকবে যে, বল মাথার ওপর দিয়ে উড়ে যেতে পারে, এমন কিছুও হওয়া উচিত নয়। টি-২০ ক্রিকেটের ব্যাপারটিই হলো আগ্রাসী হওয়ার, রান করার ও উইকেট নেয়ার। এখানে টিকে থাকতেই ভোগান্তি হওয়ার কথা নয়।’
সেমিফাইনালে আফগানিস্তানের ভ্রমণ ক্লান্তিও বড় প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচ শেষ করে হোটেলে ফিরতেই তাদের বেজে গিয়েছিল রাত ৩টা। এরপর ৮টায় বিমানবন্দরে ছুটতে হয় তাদের। সেখানেও ৪ ঘণ্টা ফ্লাইট বিলম্বের শিকার হয় রশিদ খানের দল। ফলে পর্যাপ্ত ঘুম বা প্রস্তুতি কোনোটাই হয়নি আফগানদের। ভ্রমণ ক্লান্তি নিয়ে ট্রট বলেছেন, ‘সুপার এইটের শেষ ম্যাচ খেলার পর প্রথম সেমি-ফাইনাল খেলাটা আদর্শ কিছু নয় অবশ্যই। তার পর ভ্রমণ ছিল, গতকাল এখানে এসে সত্যিকার অর্থে কোনো ‘ডে অফ’ ছিল না। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।’


আরো সংবাদ



premium cement
ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসাথে কাজ করব : আব্দুল হালিম

সকল