১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশের অনুরোধে সিরিজ স্থগিত

-

আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচের সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে কন্ডিশনের কথা বিবেচনা করে সিরিজটি স্থগিত করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আপাতত সিরিজ স্থগিত হলেও পরবর্তী সময়ে সিরিজটি খেলার ব্যাপারে আশাবাদি দুই দেশের বোর্ড।
জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় সিরিজ খেলার জন্য বিসিবিকে সূচির প্রস্তাব করেছিল আফগানিস্তান। অনানুষ্ঠানিক সূচি অনুযায়ী ২৫, ২৭ ও ৩০ জুলাই হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২, ৪ ও ৬ আগস্ট টি-২০ সিরিজ খেলার সূচি জানানো হয় বিসিবিকে।
এমনটা জানানোর পরই বিসিবি সিরিজ স্থগিতের অনুরোধ করেছিল। বিসিবি জানিয়েছিল, ভারতের সেই সময়ের আবহাওয়া আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য উপযুক্ত নয়। জুন থেকে সেপ্টেম্বর বর্ষার মৌসুম হওয়ায় উপমহাদেশে এই সময়টাকে অফ সিজন হিসেবে বিবেচনা করা হয়। কারণ এ সময়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। কন্ডিশনের পাশাপাশি ক্রিকেটারদের ওয়ার্কলোডের কথাও মাথায় রাখতে হচ্ছে বিসিবিকে। কারণ টি-২০ বিশ্বকাপ থেকে দেশে ফেরার তিন সপ্তাহ পরই ভারতের বিমান ধরতে হবে সাকিব-শান্তদের। সেখান থেকে ফিরে আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। যেখানে দু’টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। পাকিস্তানের পর বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে। সেই সফরেও তিনটি টি-২০-এর পাশাপাশি দু’টি টেস্ট খেলবেন সাকিবরা।
চলতি বছরে বাংলাদেশকে টেস্ট খেলতে হবে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ডিসেম্বর পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম ও সিলেটে তিনটি চার দিনের আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবেন মুমিনুল হকরা। যার ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেললে লাল বলের অনেক ক্রিকেটারকে ভারতে খেলতে যেতে হতো। এমনটা হলে ক্রিকেটারদের উপর চাপ বেড়ে যেত। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে দু’টি টেস্ট খেলতেও অনীহা দেখিয়েছিল বিসিবি। এবার ওয়ানডে ও টি-২০ সিরিজও স্থগিত করল দুই দেশের ক্রিকেট বোর্ড।


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল