চিলির সামনে শক্তিশালী আর্জেন্টিনা
- ক্রীড়া ডেস্ক
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে শুরু আর্জেন্টিনা। ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ ‘এ’তে তাদের অপর দুই প্রতিপক্ষ চিলি ও পেরু। নিজেদের প্রথম ম্যাচে পেরুর সাথে গোলশূন্য ড্র করেছে চিলি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে লিওনেল মেসিদের আগামীকালের প্রতিপক্ষ চিলি। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। ২০২৪ কোপার নকআউট পর্বের টিকিট টিকিট এই ম্যাচ জিতেই নিশ্চিত করতে চায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে ভোর চারটায় প্যারাগুয়ে মোকাবেলা করবে কলম্বিয়াকে।
গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের কাছে ২-০ গোলে পরাজয়ের পর থেকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা টানা ছয়টি ম্যাচ জিতেছে। যা কি না ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হারের পর একমাত্র পরাজয়। চিলিকে হারিয়ে এই টুর্নামেন্টের নকআউট পর্বে টানা ১৪তম বারের মতো নিশ্চিত করতে চায় লিওনেল স্কালোনির দল। ২০১৫ ও ২০১৬ ফাইনালে পেনাল্টিতে পরাজিত হওয়া ছাড়া কোপা আমেরিকায় কখনো চিলির বিপক্ষে হারেনি আর্জেন্টিনা।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার একটি চমকপ্রদ ঐতিহাসিক রেকর্ড রয়েছে। দুই দলের মধ্যে খেলা ৯৫টি ম্যাচের মধ্যে ৬২টি জিতেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার বিপক্ষে আটটি জয় চিলির। এই ম্যাচ জয়ে চিলি তাদের রেকর্ডের উন্নতি করতে চাইবে। দুই দলের সবশেষ মোকাবেলায় ২০২২ সালে চিলির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকায় ২০১৫ ও ২০১৬ আসরের ফাইনালে দুইবারই আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করেছিল চিলি। এবার কি পারবে সেই হারের প্রতিশোধ নিতে মেসি অ্যান্ড কোং।
আর্জেন্টিনার সম্ভাব্য লাইনআপ : লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, মোলিনা, রোমেরো, লাউতারো মার্টিনেজ, অ্যাকুনা, ডি মারিয়া, ডি পল, লো সেলসো, ম্যাক অ্যালিস্টার ও আলভারেজ।
চিলি সম্ভাব্য লাইনআপ : ব্রাভো, ইসলা, লিচনভস্কি, দিয়াজ, সুয়াজো, ইচেভেরিয়া, পুলগার; ডেভিলা, সানচেজ, দিয়াজ ও ভার্গাস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা