১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রবিনহো-মিগুয়েলকে রাখছে বসুন্ধরা

-

টানা পঞ্চম লিগ শিরোপা। সাথে ট্রেবল জয়ের অনন্য কৃতি। তবে গত সিজনে এই সাফল্য পাওয়ার পরও সব ফুটবলারকে রাখছে না বসুন্ধরা কিংস। বিশেষ করে বিদেশীদের মধ্যে শুধু অধিনায়ক রবসন রবিনহো এবং মিগুয়েল ফিগেইরোকে রেখে দিচ্ছে তারা। দু’জনই মিডফিল্ডার। বাদের তালিকায় স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ, মিডফিল্ডার গফুরভ, চার্লস দিদিয়ের, এমফন উদেহ এবং ডিফেন্ডার বাবুরবেগ। এদের বিকল্প নতুন বিদেশী খোঁজা হচ্ছে। আর স্থানীয়দের মধ্যে তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আমিনুর রহমান সজীব, বিপলু আহমেদ, মাশুক মিয়া জনিকে ছেড়ে দিচ্ছে। যোগ দিয়েছেন শেখ জামালের জাতীয় দলের স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম। এ ছাড়া জাতীয় দলে ডাক পাওয়া উঠতি ফুটবলার রাব্বী হোসেন রাহুলকে ব্রাদার্স ইউনিয়ন থেকে ফেরত আনছে বসুন্ধরা কিংস। লোনে তাকে ব্রাদার্সে পাঠানো হয়েছিল। ব্রাদার্স গত লিগের রেলিগেটেড হওয়া দল। এ ছাড়া ব্রাদার্স থেকে ফেরত আনা হচ্ছে নয়ন এবং ইনসানকেও। এদেরও লোনে দেয়া হয়েছিল। ক্লাব সূত্রে জানা গেছে এই তথ্য।
গত লিগের চতুর্থ হওয়া দল বাংলাদেশ পুলিশ নতুন বিদেশী কোচ এবং বিদেশী ফুটবলের সন্ধানে আছে। জানান পুলিশ দলের ম্যানেজার আবু তাহের। উল্লেখ্য, পুলিশের সফল রোমানিয়ান কোচ নতুন সিজনে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্বে। বিদেশী ফুটবলার বলতে ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার দিকেই চোখ পুলিশ দলের। সাথে ইউরোপিয়ান ফুটবলারও নেয়ার চেষ্টা চলছে। লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলে নিয়েছে ঢাকা আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলার ওয়াশিংটনকে। এ ছাড়া বসুন্ধরা কিংস থেকে চার্লস দিদিয়েরকেও নিচ্ছে তারা। জাতীয় দলে খেলা সাবেক ক্রিকেটার হালিম শাহের ছেলে সৈয়দ শাহ কাজেম কিরমানীকেও নিয়েছে শেখ জামাল। গত লিগে অষ্টম হয়েছিল শেখ জামাল। গত লিগে অষ্টম হয়েছিল শেখ জামাল।
এবারের প্রিমিয়ারে নবাগত দল ঢাকা ওয়ান্ডারার্স ও ইয়ংমেন্স ক্লাব ফকিরের পুল। এই দুই দলই তাদের কোচিং স্টাফ চূড়ান্ত করেছে। অভিজ্ঞ এবং জাতীয় দলের সাবেক কোচ আবু ইউসুফ ওয়ান্ডারার্সকে প্রথমবারের মতো প্রিমিয়ারে তোলেন। তবে তাকে আর বিপিএলে ক্লাবের দায়িত্বে রাখছে না শত বছরের পুরনো এবং বিসিএল রানার্সআপ ক্লাবটি। উঠতি কোচ সাইফুর রহমান মনিকে আসন্ন সিজনে দলের কোচের দায়িত্ব দেয়া হয়েছে। তার সহকারী হিসেবে থাকবেন জাকির। আর গোলরক্ষক কোচ সোহেল। বিদেশী কয়জন নেবে তা এখনো চূড়ান্ত করেনি ওয়ান্ডরার্স। তিন-চারজন বিদেশীকে নিতে পারে তারা। আর প্রমোশন বাইন্ডিংস হিসেবে ১০ জন পুরনো খেলোয়াড় তারা রাখবে। এই ১০ জনও ফাইনাল হয়নি। জানালেন ওয়ান্ডারার্সের টিম লিডার তারেক আলম। তবে ফুটবলারদের চাওয়া অত্যধিক পারিশ্রমিই বেকাদায় ফেলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। তারেকের দেয়া তথ্য, আগে চার-পাঁচ লাখ টাকার ফুটবলারদের সাথে কথা বলতাম। আর এখন তো ৪০ লাখ ৫০ লাখ টাকার নিচে ফুটবলাদের সাথে কথাই বলা যায় না। কোচ হিসেবে মনিকে নেয়ার কারণ উল্লেখ করে তারেক জানান, ‘মনির সাথে ফুটবলারদের যোগাযোগ ভালো।’ উল্লেখ্য, গত বছর তিন ম্যাচের জন্য বিপিএল ক্লাব শেখ জামালের কোচ ছিলেন অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের সাবেক এই কোচ।
বিসিএল চ্যাম্পিয়ন ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল তাদের পুরনো কোচ ইমতিয়াজ খান লাবুকে রেখে দিচ্ছে। লাবুর অবশ্য বিপিএলে কোচিং করানোর মতো লাইসেন্স নেই। ফলে লাইসেন্সধারী শাহাদাত হোসেনই মূল কোচ। যদিও মাঠের সব কাজই করতে হবে লাবুকে। বিদেশী ও স্থানীয় ফুটবলার বিষয়ে এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। তথ্য দিলেন ক্লাব সভাপতি আনোয়ার হোসেন মাখন।
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি গত সিজনে কোনো মতে রেলিগেশন এড়িয়েছে। এই কাজে বিশাল অবদান কোচ কামাল আহমেদ বাবুর। ফলে এবারও কামাল বাবুকেই কোচ হিসেবে বহাল রাখা হচ্ছে পুরান ঢাকার দলটিতে। জানান রহমতগঞ্জ ক্লাব সেক্রেটারি ইমতিয়াজ হামিদ সবুজ। তবে ক্লাব কর্তৃপক্ষ ক্লাব মাঠে বসা কোরবানির গরুর হাট নিয়ে মহা ব্যস্ত থাকায় এখন পর্যন্ত দেশী-বিদেশী ফুটবলার নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।


আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল