১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অর্পিতার সামনে দুই লক্ষ্য

-

অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপ হকি খেলতে গতরাতে সিঙ্গাপুর গেছে বাংলাদেশ মহিলা দল। তাদের সঙ্গী অনূর্ধ্ব-২১ পুরুষ দলও। এই দুই বিভাগেই বাংলাদেশ সেরা চারে থাকলে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। দুই দলের এই লক্ষ্যে সাথে মহিলা দলের অর্পিতা পালেরও আছে ভিন্ন টার্গেট। বিকেএসপিতে পড়–য়া দিনাজপুরের এই মেয়ে গত বছর ওমানে অনুষ্ঠিত হকি ফাইভ এ সাইড টুর্নামেন্টের মতো সর্বোচ্চ গোলদাতা হতে চান সিঙ্গাপুরের মাঠেও। এই মিডফিল্ডার জানান, আমি চাই ব্যক্তিগতভাবে দলের সাফল্য। সে সাথে নিজেও টুর্নামেন্টে সবেচেয়ে বেশি গোল করতে চাই।
পুরুষ দল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুশীলন করলেও মহিলাদের মাসব্যাপী প্র্যাকটিস হয়েছে বিকেএসপিতে। কোচ ছিলেন জাহিদ হোসেন রাজু। রাজুর মতে, ওমানে আমরা চাইনিজ তাইপে, ওমান ও ইরানের বিপক্ষে জিতলেও সেরা চারে যেতে পারিনি। তবে সিঙ্গাপুরের মাঠে সেই লক্ষ্য পূরণ করতে চাই। এবার আমরা খেলব ইন্দোনেশিয়া, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড ও শ্রীফঙ্কার বিপক্ষে।
হকি ফাইভ এ সাইড এ ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন অর্পিতা পাল। এর মধ্যে ইন্দোনেশিয়ার বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। জানান, সেটি ছিল আমার প্রথম আন্তর্জাতিক আসর। এর মধ্যে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচই আমার স্মরণীয়। প্রথম আন্তর্জাতিক আসরে সর্বোচ্চ গোলদাতা হতে পেরে দারুন লেগেছিল। নিজে গোল করেছি। অন্যদের দিয়ে গোল করাতে সক্ষম হয়েছি।’
তবে ফাইভ এ সাইডের তুলনায় অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপ আরো কঠিন টুর্নামেন্ট উল্লেখ করে তিনি। কারণ এখানে খেলোয়াড়ের সংখ্যা বেশি। ২০২০ সালে বিকেএসপিতে ভর্তি হওয়া অর্পিতা ওয়ালটন মহিলা হকিতে বিকেএসপির হয়ে ১৮ গোল করেন। আর যুব গেমসে রংপুর বিভাগের জার্সিতে একটি মাত্র ম্যাচ খেলে তিনবার বল জালে পাঠান।


আরো সংবাদ



premium cement