১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ ও মাহমুদুল্লাহর পুরনো কস্ট

-

ছক্কাটি হলেই বাংলাদেশের জয়। পরশু রাতে সেই ছক্কাই মারতে পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। কেশব মহারাজের ফুলটস বলে গায়ের সব শক্তি দিয়ে ব্যাট চালালেন এই টাইগার ব্যাটার। কিন্তু সেই বল লং অনের ওপর দিয়ে আর বাউন্ডারি লাইন অতিক্রম করল না। ছুটে এসে সেই বল তালুবন্দী করলেন এইডেন মার্করাম। তাতেই ছিটকে পড়া বাংলাদেশ এবারের টি-২০ বিশ্বকাপে জিততে পারল না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ বলে ছয় বদলে মাত্র ১ রান নিতে সক্ষম হন তাসকিন। নিউ ইয়র্কের মাঠে চার হারের কষ্টটা অনেক দিনই ভুলতে পারবেন না মাহমুদুল্লাহসহ পুরো দল এবং দেশবাসী।
বাংলাদেশের ক্রিকেটে এমন ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ম্যাচ হারার ঘটন আরো আছে। সেই ম্যাচেও মাহমুদুল্লাহর এমন ছক্কার চেষ্টা বাউন্ডারি লাইনে ধরা পড়ার কাহিনী। আর সেটি ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপে। পার্থক্য হলো আট বছর আগের সেই ম্যাচ ছিল সুপার টেনের। আর পরশুর ম্যাচটি গ্রুপ পর্বের। তখনো ১৯.৫ ওভারে আউট এই ব্যাটার। ২০১৬ সালের ২৩ মার্চ ভারতের ব্যাঙ্গালুরুর মাঠে ভারতের কাছে মাত্র ১ রানে হেরেছিল টাইগাররা। স্বাগতিকদের করা ১৪৬/৭ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ১৪৫ রান করে। সেই ম্যাচে ১৯.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা মারতে গিয়ে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ। বলটি সীমানা ছাড়া হলেই জিতে যেত বাংলাদেশ। রিয়াদ আউট হওয়ার পর মোস্তাফিজ শেষ বলে রান আউট হলে ১৪৫ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। মাহমুদুল্লাহর আউটের আগের বলেই মুশফিকও সুইপ করে ছক্কা মারতে গিয়ে শেখর ধাওয়ানের হাতে ধরা পড়েন।
সে দিন শেষ ওভারের শেষ তিন বলে বাংলাদেশের ৩ উইকেটের পতন হয়। পরশু শেষ চার বলে দুই উইকেট হারানো।


আরো সংবাদ



premium cement