ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড
- ক্রীড়া ডেস্ক
- ১২ জুন ২০২৪, ০০:০৫
চলমান টি-২০ বিশ্বকাপে ২৬তম ম্যাচে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬.৩০ মিনিটে। ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে দুই ম্যাচ জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। যেখানে নিউজিল্যান্ড এক ম্যাচ খেলে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। গ্রুপের শীর্ষ দল আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরেছিল ব্ল্যাকক্যাপসরা। ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিতে সহ-আয়োজকরা ঘরের মাঠে তাদের আধিপত্য বজায় রাখতে চাই। অন্য দিকে পরাজয়ের ক্ষত মুছে নতুন করে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী কিউইরা।
উইন্ডিজ ও ব্ল্যাকক্যাপস সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ১৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয়ের পাল্লা ভারী নিউজিল্যান্ডের। ১১ জয়ের বিপরীতে তারা হেরেছে ছয়টি ম্যাচে। আর বাকি দুই ম্যাচে কোনো রেজাল্ট আসেনি। সর্বশেষ মোকাবেলায়ও এগিয়ে কিউইরা। ওয়েস্ট ইন্ডিজ ২০২২ সালের আগস্টে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। সেই সিরিজে কিউইদের মাটিতে ২-১-এ সিরিজ হেরেছিল ক্যারিবীয়রা। সব মিলে ২০তম বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা