ছোটবেলার কথা জানালেন আলকারাজ
- ক্রীড়া ডেস্ক
- ১১ জুন ২০২৪, ০০:০০
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে চার ঘণ্টা ১৯ মিনিটের লড়াই। পাঁচ সেটের এই লড়াইয়ে শিরোপা জয় করলেন স্পেনের কার্লোস আলকারাজ। পুরুষ এককে গত পরশুর ফাইনালে হারান জার্মান তারকা আলেকজান্ডার জাভারেভকে।
আলকারাজ এ নিয়ে জয় করলেন তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম। আগের দু’টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন ২০২২ ইউএস ওপেন ও ২০২৩ উইম্বলডনে। ক্লে কোর্টের এই শিরোপা জয়ে সবচেয়ে কম বয়সে তিন ধরনের কোর্টের সব ক’টিতেই গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়লেন তৃতীয় বাছাই আলকারাজ।
ক্লে কোর্টে খেলেই বেড়ে উঠেছেন স্পেনের মুরিসিয়ায় জন্ম নেয়া কার্লোস আলকারাজ। সেখান থেকেই দেখেছেন ফরাসি ওপেন জয়ের স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন এবার সত্যি হলো। ফোরহ্যান্ড শটে ম্যাচ পয়েন্ট নিশ্চিত হওয়া মাত্রই এখানে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের উদযাপনের মতো কোর্টে পিঠ দিয়ে শুয়ে পড়েন তিনি। পরে তার কথায়ও মিশে রইল এত দিনের স্বপ্ন সত্যি হওয়ার উচ্ছ্বাস। ‘এই টুর্নামেন্ট নিয়ে আমার একটি বিশেষ অনুভূতির কথা জানাতে চাই। আমার মনে আছে, স্কুল ছুটি হতেই আমি দৌড়ে বাড়িতে ফিরতাম এবং টিভি চালু করেই ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ দেখতে বসে যেতাম। আর আজ (গত পরশু) আমি আপনাদের সবার সামনে এই ট্রফি উঁচিয়ে ধরতে যাচ্ছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা